TRP List: টিআরপির লড়াইতে মিঠাই এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই খুকুমণির? অবাক করা রেজাল্ট আয় তবে সহচরীর
এই সপ্তাহের টিআরপি তালিকা বৃহস্পতিবার সঠিক সময়ে বেরিয়ে গিয়েছে। টিআরপি তালিকায় স্থান ১০টা হলেও এবার সেরা দশের জায়গা করে নিয়েছে ১৮টি ধারাবাহিক। বোঝা যাচ্ছে বছর শেষে দুই চ্যানেলের প্রতিযোগিতা ক্রমশই বেড়ে চলেছে। তবে এই ১৮টি ধারাবাহিকের মধ্যে কে কোন স্থানে রয়েছে দেখে নেওয়া যাক।
এই মুহূর্তে বাংলা টেলিভিশনে এক কথায় অপ্রতিদ্বন্দ্বী হল মিঠাই। তবে একটানা ৩৫ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষ স্থান ধরে রাখা মোটেই সহজ কাজ নয়। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে মিঠাইরানিকে টেক্কা দিচ্ছে খুকুমণি হোম ডেলিভারি। গত সপ্তাহে দ্বিতীয়স্থানে উঠে এসেছিল স্টার জলসার এই ধারাবাহিক। খুকুমণির মারকাটারি ডায়লগ এখন সুপার ভাইরাল নেট দুনিয়াতে। ‘পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তায় বেটে’ এখন ফিরছে আট থেকে আশির মুখেমুখে। এই সপ্তাহে কি মিঠাইরানিকে টিআরপির লড়াইয়ে পিছনে ফেলতে পারল খুকুমণি?
এই সপ্তাহে স্টার জলসা জি বাংলার অনেকগুলি ধারাবাহিক টিআরপি তালিকায় একসঙ্গে সেরা দশে জায়গা করে নিয়েছে। এক একটি স্থানে রয়েছে ৩টি এমনকি ৪টি ধারাবাহিক। ১১.৫ প্রত্যেক সপ্তাহের মতোই প্রথম স্থানে থাকলো জি বাংলার সকলের প্রিয় মিঠাই। আর মিঠাই এর জায়গায় নেওয়া তো দূরের কথা মিঠাই, বহু সপ্তাহ মিঠাইয়ের স্থানে দেখা যায়নি অন্য কোন ধারাবাহিক কে। ৯.০ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহে তিনটি ধারাবাহিক। প্রথমেই আছে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি, এরপরেই আছে জি বাংলার যমুনা ঢাকি, উমা।
৮.৩ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সর্বজয়া। ৮.১ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার অপরাজিতা অপু। ৭.৫ পেয়ে পঞ্চম স্থানে এগিয়ে এল স্টার জলসার মন ফাগুন। অর্থাৎ এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিল স্টার জলসার দুটি ধারাবাহিক। ৭.২ পেয়ে ষষ্ঠ স্থানে যৌথ ভাবে জায়গা করে নিয়েছে কস্টার জলসার খেলাঘর এবং গঙ্গারাম। ৭.০ সপ্তম স্থানে রয়েছে চারটি ধারাবাহিক, স্টার জলসার শ্রীময়ী, ধুলোকণা, আয় তবে সহচরী এবং জি বাংলার করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব। উল্লেখ্য, বরফি সহচরীর বৌমা হতেই দুজনের সংসার পর্ব দেখতেই এই ধারাবাহিক সেরা দশে প্রথম জায়গা করলো।
৬.৯ তে অষ্টম স্থানে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক কড়িখেলা এবং কৃষ্ণকলি। ৬.৭ পেয়ে নবমস্থানে রয়েছে জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক। আবার ৬.৪ পেয়ে দশম স্থানে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক বরন এবং খড়কুটো। শ্রীময়ী আগের থেকে অনেকটা এগিয়ে গেলেও বেশ পিছিয়ে পড়েছে খড়কুটোর সৌজন্য আর গুনগুন।
নন-ফিকশন শো গুলির মধ্যে বাজিমাত করল এই সপ্তাহে। সপ্তাহে একদিন সম্প্রচারিত হতে ডান্স বাংলা ডান্স, ৭.১ রেটিং পয়েন্ট নিয়ে কামাল করে দেখাল এই ডান্স রিয়ালেটি শো। সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’র টিআরপি ৬.৬, অন্যদিকে স্টার জলসার রিয়ালিটি শো সুপার সিঙ্গারের টিআরপি অনেকটা বেড়েে গিয়ে দাঁড়িয়েছে ৫.৩।
এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা দশের তালিকা-
১.মিঠাই- ১১.৫
২.খুকুমণি হোম ডেলিভারি, উমা, যমুনা ঢাকি- ৯.০
৩.সর্বজয়া- ৮.৩
৪.অপরাজিতা অপু- ৮.১
৫.মন ফাগুন- ৭.৫
৬.খেলাঘর,গঙ্গারাম- ৭.২
৭.রাণী রাসমণি, আয় তবে সহচরী, শ্রীময়ী, ধুলোকণা- ৭.০
৮. কড়ি খেলা,কৃষ্ণকলি- ৬.৯
৯. এই পথ যদি না শেষ হয়- ৬.৭
১০.খড়কুটো- ৬.৪, বরণ- ৬.৪