বাংলা সিরিয়ালবিনোদন

তিনশো পর্ব পার করে গেল ‘কি করে বলব তোমায়’, রাধিকা হলেন সন্তানের মা

Advertisement

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 200 পর্ব পার করার সময় অবধি সিরিয়ালের কলাকূশলীরা কেউই ভাবতে পারেননি একদিন তাঁরা মাইলস্টোন ছোঁবেন। 201 পর্বে ‘কি করে বলব তোমায়’-এর সেটে চকলেট কেক কেটেছিলেন ‘রাধিকা’, ‘কর্ণ’, ‘মিসেস সেন’-রা। উপস্থিত ছিলেন সিরিয়ালের পরিচালক অয়ন সেনগুপ্ত (Ayan sengupta)। এমনকি সেলিব্রেশনের জন্য মুম্বই থেকে এসেছিলেন সিরিয়ালের প্রযোজকদ্বয় শশী (sashi),সুমিত (sumit)।

তারপর এল করোনার চোখরাঙানি। লকডাউন হয়ে গেল গোটা দেশ। টিআরপি কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে গেল অনেক বাংলা সিরিয়াল। কিন্তু ‘কি করে বলব তোমায়’-এর রাধিকা-কর্ণর জীবনকাহিনী বহু ঝড়-ঝাপটা সামলে 300 পর্ব পার করে গেল। 300 পর্বের সেলিব্রেশনের ছবি রাধিকা ওরফে স্বস্তিকা দত্ত (swastika dutta) শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, ‘কি করে বলব তোমায়’-এর সেট সাজানো হয়েছিল আলো, মোমবাতি দিয়ে। ছিল হার্ট শেপের কেক যার অর্ধেকটা ভ‍্যানিলা, অর্ধেকটা চকলেট। সিরিয়ালের গোটা টিম উপস্থিত ছিলেন 300 পর্বের সেলিব্রেশনে।

এর আগে ইন্সটাগ্রামে স্বস্তিকা ইঙ্গিত দিয়েছিলেন, রাধিকা বদলে যেতে চলেছে। সে হতে চলেছে আরও পরিণত। এরপরেই চিত্রনাট্যে আসে নতুন মোড় যেখানে রাধিকা-কর্ণের বিচ্ছেদ ঘটে যায়। কাহিনী এগিয়ে যায় পাঁচ বছর পরে দার্জিলিঙের প্রেক্ষাপটে। বর্তমানে দার্জিলিঙের বাসিন্দা রাধিকার সঙ্গে দেখা হয় কর্ণর। কিন্তু এবার তাঁদের কাহিনীর সূত্রধার তাঁদের একরত্তি পুত্রসন্তান অভি (Abhi)। অভি কি পারবে রাধিকা ও কর্ণকে মিলিয়ে দিতে? সময় উত্তর দেবে এই প্রশ্নের। কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja) এবং অভির চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আনুষ্ঠানিক (Arush)।

Related Articles

Back to top button