Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

KIA এর সবথেকে প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি আপনাকে দেবে ৫২৮ কিলোমিটার রেঞ্জ, কিনে নিন সস্তা ইএমআই দিয়ে

Updated :  Monday, February 12, 2024 3:12 PM

কিয়া মোটরস খুব কম খরচে ভালো গ্রাফিক্স এবং লুক সহ গাড়ি তৈরি করে। ভারতের চার চাকার সেগমেন্টে ইতিমধ্যেই কিয়া একটা বড় জায়গা দখল করেছে। পেট্রোল ইলেকট্রিক এবং এখন সিএনজি ভার্সনে আপনি কিয়া কোম্পানির গাড়ি দেখতে পেয়ে যাচ্ছেন। কিয়া সর্বদা তার প্রতিটি গাড়ির বিভাগ আপডেট করতে থাকে। সম্প্রতি তারা তাদের বৈদ্যুতিক চার চাকার সেগমেন্টে একটি নতুন গাড়ি লঞ্চ করেছে। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে KIA EV6। এই গাড়িটি ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় গাড়ি হতে চলেছে বলে জানা যাচ্ছে। দুর্দান্ত লুকের কারণেই এখন ভারতের বাজারে এই গাড়িটি বেশ জনপ্রিয়। এই গাড়িতে আপনারা ক্রস ওভার ডিজাইন দেখতে পেয়ে যাচ্ছেন। তার সাথেই রয়েছে টাইগার নোজ গ্রিল, এলইডি হেড লাইট এবং টেল লাইট। এছাড়াও এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন টার্ন ইন্ডিকেটর।

কিয়া কম্পানির এই ইলেকট্রিক গাড়িটি এক চার্জে ৫২৮ কিলোমিটার মাইলেজ আপনাকে দিয়ে থাকবে। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ৭৭.৪ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি। রিয়ার হুইল ড্রাইভে এই গাড়ির সর্বোচ্চ ক্ষমতা ২২৯ বিএইচপি এবং ২৫০ ন্যানোমিটার টর্ক। এই গাড়িটি মাত্র ৪০ মিনিটে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে। এই গাড়িটি তার পনেরটি ডিলারশীপে ১৫০ কিলোওয়াট ডিসি চার্জিং ইন্সটল করতে চলেছে বলে জানা যাচ্ছে। এই গাড়িতে আপনি কম দামে এমন কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবেন যা হয়তো কোম্পানি অনেক বেশি দামে দিয়ে থাকে.

বলতে গেলে এটা একটা অত্যন্ত ভবিষ্যৎবাদী গাড়ি হিসেবে সামনে নিয়ে আসছে কিয়া কোম্পানিটি। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি এখন ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন গাড়িতে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা হয়েছে। যা একে পরিবেশবান্ধব করে তুলেছে। পরিবারের জন্য পর্যাপ্ত বসার পাশাপাশি বুট স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এই গাড়িতে ক্রেতাদের সমস্ত খেয়াল রাখা হয়েছে। রয়েছে ১২.৩ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং ড্রাইভারদের জন্য আলাদা হ্যান্ড আপ ডিসপ্লে।