KIA কোম্পানির SELTOS গাড়ির ব্যাপক বিক্রি শুরু, ছয় মাসে বুকিং হয়েছে এক লক্ষ ইউনিট
KIA কোম্পানিটি ভারতের বাজারে SELTOS গাড়িটির এক লক্ষ ইউনিট ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে
KIA কোম্পানির SELTOS গাড়িটি এখন ভারতের বাজারে বেশ সাফল্য অর্জন করেছে। গত বছরের জুলাই থেকে সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে সেলটস কোম্পানির এই গাড়িটি। এটি কোম্পানির গাড়ির তালিকায় সবথেকে ভালো গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইতি মধ্যেই কোম্পানির এই গাড়িটি ভারতের বাজারে দারুণ সাড়া ফেলেছে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এই গাড়ির মোট বুকিং এখনো পর্যন্ত এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কোম্পানি জানিয়েছে গত বছরের জুলাই মাসে লঞ্চ হওয়া এই গাড়িটিকে মোট এক লক্ষ মানুষ বুক করেছেন। তারপর থেকেই এই গাড়ির বুকিং আরো বাড়তে শুরু করেছে।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন ১৩ হাজার ৫০০টি করে বুকিং পাচ্ছে এই গাড়ি। এখনো পর্যন্ত এই গাড়িটি ১ লক্ষের বেশি মানুষ বুক করেছেন এবং এই গাড়ির প্রারম্ভিক মূল্য ১০.৯৯ লক্ষ টাকা থেকে শুরু। আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি প্রথম অগাস্ট ২০১৯ সালে লঞ্চ করা হয়েছিল। এখনো পর্যন্ত ছয় লক্ষ স্যালটোস ইউনিট উৎপাদন করেছে এই কোম্পানিটি। এর মধ্যে অভ্যন্তরীণ বাজারে ৭৫ শতাংশ বিক্রি হয়ে গিয়েছে। ২০২৩ সালে ১.০৪ লক্ষ্য ইউনিট বিক্রি হয়েছিল এই গাড়ির।
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী KIA কোম্পানির এই গাড়িতে নতুন যুগের গ্রাহকদের জন্য অত্যাধুনিক কিছু অফার রাখা হয়েছে। মোট বুকিং এর মধ্যে ৫০ শতাংশ নতুন বয়সের মানুষজন। এছাড়াও ৪০ শতাংশ মানুষ আছেন যারা ADAS ফিচারটির জন্য এই গাড়িটি পছন্দ করেন। এছাড়াও পেট্রোল এবং ডিজেল বুকিং এর অনুপাত ৫৮:৪২ শতাংশ যথাক্রমে। ফলে সব মিলিয়ে, kia এই গাড়িটি দিয়ে বেশ ভালো ব্যবসা করেছে সেটা বলাই যায