‘সঙ্গম’ নয়, কিয়ারা আডবানির বেশি পছন্দ ‘পিৎজা’

হ্যাঁ মশাই কিয়ারার বেশি পছন্দ ‘পিৎজা’। ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে এক দুর্দান্ত জার্নি শুরু করেন কিয়ারা আডবানি। ‘কবির সিং’ এও জমিয়ে অভিনয় করেছিলেন কিয়ারা। বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয়ে নিজস্বতা দেখিয়েছেন ‘গুড নিউজ’ এর মনিকা। সম্প্রতি কিয়ারার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইঙ্কল খান্নার অনলাইন শো ‘Tweak India’ তে কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিলো যে কোন তিনটি জিনিস আপনার সবথেকে প্রিয় ‘সঙ্গমে’র থেকেও………………এর উত্তরে কিয়ারা বলেছেন সঙ্গমের থেকেও তাঁর প্রিয় তিনটি জিনিস হল ‘আমেজিং পিৎজা‘, ‘শপিং‘, ‘মুভি‘। এই তিনটি জিনিস ছাড়া সঙ্গমের কোন গুরুত্ব নেই বলে জানিয়ে দিয়েছেন ‘লক্ষ্মী বম্ব’ এর কিয়ারা। দেখুন সেই ভিডিও।