Kim Jong Un: উত্তর কোরিয়ার কিম-জং-উন এখন স্লিম অ্যান্ড ফিট, আবারো চর্চায় তিনি

প্রতিদিন সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে সবকিছু। প্রতিদিন নতুন নতুন ট্রেন্ডের কথা উঠে আসছে সকলের সামনে। তার মধ্যে নতুন একটি ট্রেন্ড হল রোগা হওয়া এবং ফিট থাকা। সেই ট্রেন্ডে নাম লিখিয়েছেন…

Avatar

By

প্রতিদিন সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে সবকিছু। প্রতিদিন নতুন নতুন ট্রেন্ডের কথা উঠে আসছে সকলের সামনে। তার মধ্যে নতুন একটি ট্রেন্ড হল রোগা হওয়া এবং ফিট থাকা। সেই ট্রেন্ডে নাম লিখিয়েছেন অনেকেই। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর কোরিয়ার কিম-জং-উনের নাম। এখন তাকে দেখলে রীতিমতো চমকে যেতে হবে। নিজের শরীরের অতিরিক্ত মেদ অনেকটাই ঝড়িয়ে ফেলেছেন তিনি।

নিজের কার্যকলাপের জন্য প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকেন তিনি। আবারো তিনি রোগা হওয়ার জন্য মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন। একেবারে নতুন লুকে সকলের সামনে এসেছেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে, উত্তর কোরিয়ার এই প্রভাবশালী শাসক কিম-জং-উন শেষ কয়েক মাসে নিজের ২০ কেজি ওজন কমিয়েছন।

শেষ কয়েক বছরে তিনি ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন। তার সাথে তার অতিরিক্ত বাড়তে থাকা ওজন এবং পূর্বের তার হৃদরোগের ইতিহাস চিন্তা বাড়িয়েছিল তার প্রিয়জনদের। তার শারীরিক এই সমস্ত সমস্যার জন্যই দেশের শাসককে নিয়ে চিন্তিত ছিলেন সকলেই। তবে সম্প্রতি বেশ কয়েক মাস ধরে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছেন কিম।

বর্তমানে উত্তর কোরিয়ায় চলছে চরম খাদ্যাভাব। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও উত্তর কোরিয়ার এই শাসক নিজের জীবনযাপনে কোন পরিবর্তন আনেননি। প্রতিদিন রাতে তার পছন্দের ওয়াইন এবং পছন্দের খাবারগুলিতে মনোনিবেশ করেন তিনি। কিন্তু দেশবাসীকে কম খাওয়ার নির্দেশ দিয়েছেন কিম। ২০২৫ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার এই পরিস্থিতি চলবে বলেই অনুমান করা হচ্ছে। এমনকি অনাহারেও মানুষের মৃত্যু হতে পারে, মনে করছেন সেখানকার লোকজন।