পোস্ট অফিসের এই লাভজনক স্কিমে বিনিয়োগ করুন, ১১৫ মাসে ডবল হবে টাকা
১লা এপ্রিল ২০২৩ সালের পূর্বে এই প্রকল্পে ১২০ মাসের জন্য বিনিয়োগ করতে হতো গ্রাহকদের।
এই মুহূর্তে যদি আপনি কোন একটি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবেন, তবে আজকের এই নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ, ভারতীয় পোস্ট অফিস আপনাদের জন্য এনে দিয়েছে সময়ের সেরা সুযোগ। মাত্র ১০০০ টাকা মাসিক বিনিয়োগে ২০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন পোস্ট অফিসের এই সহজ ফিক্সড ডিপোজিটে। তবে এই প্রকল্পটি একমাত্র তারাই গ্রহণ করতে পারবেন, যারা সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত কিংবা কোনরকম সরকারি চাকরির সাথে সংযুক্ত নন। এছাড়া বিনিয়োগকারীর বয়স কমপক্ষে ১০ বছরের অধিক হতে হবে।
উল্লেখ্য, যারা কোন প্রকার সরকারি সুবিধার সাথে সংযুক্ত নন, তারাই পোস্ট অফিসে সঞ্চয় কিষাণ বিকাশ পত্র স্কিমে সরাসরি বিনিয়োগ করতে পারবেন। মূলত, পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় শেষে বিনিয়োগকারী মোটা অংকের টাকা রিটার্ন পান। যা ওই ব্যক্তির অবসর সময়কে সুরক্ষিত করে। এছাড়া, যদি কোন বিনিয়োগকারী নির্দিষ্ট সময়ের পূর্বেই বিনিয়োগ করা অর্থ রিটার্ন চান সেক্ষেত্রে ওই ব্যক্তির প্রাপ্ত রির্টান অর্থের কিছু অংশ কেটে নিয়ে বাকি অর্থ ব্যক্তির অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়। এছাড়া যদি কোন ব্যক্তি মারা যান, সেক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি ডিপোজিটের টাকা রির্টান পাবেন।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় পোস্ট অফিসের সঞ্চয় কিষাণ বিকাশ পত্র স্কিমে বিনিয়োগ করতে হলে আপনাকে কমপক্ষে মাসিক ১০০০ টাকা কিস্তি প্রদান করতে হবে। যা আপনাকে ৯ বছর ৭ মাস মেয়াদে বা ১১৫ মাস মেয়াদে মাসিক কিস্তি প্রদান করতে হবে। শুধু তাই নয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ভারতীয় পোস্ট অফিসে ১০ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। যা আপনি নির্দিষ্ট সময় শেষে ৭.৫ শতাংশ সুদের হারে প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন। অর্থাৎ স্বল্প বিনিয়োগে নির্দিষ্ট সময় শেষে লাখপতিতে পরিণত হবেন আপনি। উল্লেখ্য, ১লা এপ্রিল ২০২৩ সালের পূর্বে এই প্রকল্পে ১২০ মাসের জন্য বিনিয়োগ করতে হতো গ্রাহকদের।