ক্লিকের (KLIKK) আসন্ন সিরিজ নিয়েই এখন মাতামাতি মিডিয়ার পাতায়। এটিই প্রথম মিনি সিরিজ হতে চলেছে। নতুন কিছুর গন্ধ পেয়েছেন দর্শকরাও। আর তা যে রহস্য-রোমাঞ্চে মোড়া, সেকথা এতক্ষণে স্পষ্ট একাংশের কাছে। ‘সাদা কালো আবছা’ নিয়েই রহস্যের শুরু। গল্পের তিনটি মুখ্য চরিত্র সোহিনী, রক্তিম, অঙ্কিতা। দেবমাল্য সেনগুপ্তর লেখা বই পড়েই একই জায়গায় আলাপ হবে তাদের। দেখা হবে সমরেশ লাহিড়ীর সাথে। গল্পের মোড়কেই রয়েছে একাধিক রহস্য। সেইসমস্ত রহস্যের সমাধান নিয়ে আসছে ক্লিকের এই মিনি সিরিজ।
গল্প অনুযায়ী, একই সাথে তিন চরিত্রের বাড়িতে আসবে একই গল্পের বই, দেবমাল্য সেনগুপ্তর লেখা ‘সাদা কালো আবছা’। গল্পের বইয়ের সাথে থাকবে একটি চিরকুট। যেখানে লেখা থাকবে বই পড়ে ভালো লাগলে যোগাযোগ করার ঠিকানা। কৌতুহলী হয়েই তিনজনেই পড়বেন বইটি। অদ্ভুতভাবে তাদের তিনজনের জীবনের সাথে মিলে যাবে সেই বইয়ের লেখা। ঘটনাচক্রে সেই সূত্রেই তারা একই সময়ে হাজির হবেন চিরকুটে লেখা ঠিকানায়। দেবমাল্য সেনগুপ্তর বদলে দেখা হবে সমরেশ লাহিড়ীর সাথে। কে এই সমরেশ লাহিড়ী? কেনই বা ঐ ঠিকানায় দেখা মিলল তার? ঐ ঠিকানায় যাওয়ার পর কি হল তাদের সাথে? এখন থেকেই এমন একাধিক প্রশ্ন জমেছে দর্শকদের মনে। আর সেই উত্তর পেতে গেলে আরো কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের।
অম্লান মজুমদারের এই গল্প নিয়ে উন্মাদনার শেষ নেই দর্শকদের একাংশের মাঝে। গল্পের চিত্রনাট্য ও সংলাপ তারই লেখা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন অনির। সঙ্গীত পরিচালনায় দীপ্তাংশু লোধ। প্রযোজনার দায়িত্বে স্কাইপ্যান কমিউনিকেশন। উল্লেখ্য, সুরজিৎ মুখোপাধ্যায় তথা সাহেবের পরিচালিত এই মিনি সিরিজ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ক্লিকে (KLIKK)। এই মিনি সিরিজে দেখা মিলবে অম্লান মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায়, সুমেধা দত্ত, ঐশিন মজুমদার, রিয়া, আশিশ সেন চৌধুরি, প্রদীপ মিত্র, সৌমেন দত্ত, ঋষাণের মতো অভিনেতাদের। এখন এটাই দেখার এই মিনি সিরিজ মুক্তির পর ঠিক কতটা মনে দাগ কাটতে পারে দর্শকদের।