এমবিবিএস ডিগ্রি প্রাপ্তদের জন্য বড় সুখবর। এবার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বড় পদে নিয়োগ করতে চলেছে এমবিবিএস ডিগ্রি প্রাপ্তদের। সর্বমোট ৯০ জন কর্মীকে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।
যদি আবেদনকারীর কাছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকে, তাহলে তিনি আবেদন করতে পারেন। এর পাশাপাশি নিম্নলিখিত বিষয়ের প্রয়োজনে এই ডিগ্রী গুলি থাকতে ভালো। গাইনেকোলজি, জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক মেডিসিন, অপথালমোলজি, কার্ডিওলজি, ইএনটি, এন্ড্রোক্রিনোলজি, অর্থোপেডিক্স বিভাগের ডিগ্রী থাকলে সুবিধা হবে। এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অধীনে ওই ব্যক্তির নাম যুক্ত থাকতে হবে। এর সঙ্গেই এক বছরের শিক্ষানবিশ বা ইন্টার্নশিপের কাজ জানতে হবে।।
আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল হোমপেজ থেকে এই কাজের জন্য এপ্লাই করা যেতে পারে। হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এর পেজে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন তাঁরা। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। নির্দিষ্ট দিনে আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে আবেদনকারীদের। ১২ জুন, ২০২৩ সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ইন্টারভিউ হবে।