রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি নতুন সুখবর। সম্প্রতি মেডিকেল অফিসার পদে নিয়োগ চলছে কলকাতা পৌর নিয়মে। ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা পৌরনিগমের তরফ থেকে। মোট ২৯ টি শুন্য পদের জন্য চলছে নিয়োগ এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। পশ্চিমবঙ্গের কলকাতায় এই নিয়োগ হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য।
কলকাতা পৌর নিগমের তরফ থেকে কলকাতায় মেডিকেল অফিসের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই চাকরিতে প্রতি মাসে ৬০০০০ টাকা পর্যন্ত বেতন মিলবে। এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করতে হবে। এই পদে আবেদনের জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছর। তবে এই চাকরিতে আবেদনের জন্য কোনরকম অতিরিক্ত আবেদন মূল্য দিতে হবে না প্রার্থীদের।
ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নির্বাচন করা হবে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এবং তারপরই হবে ইন্টারভিউ। বাকি তারিখ নির্দিষ্ট দিনে জানিয়ে দেওয়া হবে।