Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুরু প্রথম দফার বাংলা বিধানসভা নির্বাচন, একনজরে দেখে নিন আজকের হেভিওয়েট লড়াই

Updated :  Saturday, March 27, 2021 10:02 AM

একুশে বিধানসভার নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসের শেষেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচন মোট ৮ দফায় সম্পন্ন হবে। তার মধ্যে প্রথম দফার নির্বাচন শুরু হয়ে গিয়েছে আজ অর্থাৎ ২৭ মার্চ। এবারের নির্বাচনে মোট ২৯৪ বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ৩০ আসনে। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এবার নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে একটি হেভিওয়েট লড়াই দেখা যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

একনজরে আজকের নির্বাচনের বিরুদ্ধে লড়াইয়ের প্রার্থীর তালিকা:

  • মেদিনীপুর পশ্চিম: তৃণমূল প্রার্থী জুন মালিয়া, বিজেপি প্রার্থী সমিত দাস ও সংযুক্ত মোর্চা প্রার্থী তরুণ ঘোষ।
  • শালবনি: তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো, বিজেপির প্রার্থী রাজিব কুণ্ডু, সংযুক্ত মোর্চা প্রার্থী সুশান্ত ঘোষ।
  • রামনগর: তৃণমূল প্রার্থী অখিল গিরি, বিজেপি প্রার্থী স্বদেশরঞ্জন নায়েক, সংযুক্ত মোর্চা প্রার্থী সব্যসাচী জানা।
  • খেজুরি: তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস, বিজেপি প্রার্থী শান্তনু প্রামানিক, সংযুক্ত মোর্চা প্রার্থী হিমানশু দাস।
  • ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা, বিজেপি প্রার্থী সুখময় শতপথী, সংযুক্ত মোর্চা প্রার্থী মধুজা সেন রায়।
  • বলরামপুর: তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো, সংযুক্ত মোর্চা প্রার্থী উত্তম বন্দ্যোপাধ্যায়।
  • বাঘমুন্ডি: তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো, বিজেপি প্রার্থী আশুতোষ মাহাতো, সংযুক্ত মোর্চা প্রার্থী নেপাল মাহাতো।

আজ সকাল থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণের কাজ। বিক্ষিপ্তভাবে রাজ্যে কিছু অঞ্চলে অশান্তি ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এগরায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে বহিরাগত আনার অভিযোগ এনেছে। তৃণমূলের দাবি যে গতকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রের কাছাকাছি একটি বাড়িতে বহিরাগত লোকজন আছে। তারা ভোট লুট করতে পারে। সম্ভাবনার কথা তৃণমূল প্রশাসনকে জানালে তেমন কোনো লাভ হয়নি। তারপর তারা ওই বহিরাগত বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। বর্তমানে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।