Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যে আংশিক লকডাউন! জেনে নিন সারাদিন কোন কোন দোকান খোলা থাকবে

Updated :  Saturday, May 1, 2021 8:24 PM

করোনা বাড়বাড়ন্তে অতিষ্ঠ গোটা দেশ। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে দেশে সংক্রমণ হার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। শেষ ৯ দিনে দেশে প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি সংক্রমণ হয়েছে। ভয়াবহ পরিস্থিতির শিকার বাংলাও। এখানে বর্তমানে ২৪ ঘন্টায় আক্রান্ত হচ্ছেন ১৮ হাজারের কাছাকাছি মানুষ। এই পরিস্থিতিতে সংক্রমনের রাশ টানতে গতকাল নবান্ন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। গতকালের নির্দেশিকায় নবান্ন তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে শপিং মল, রেস্তোরাঁ, সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার ইত্যাদি সমস্ত জায়গা বন্ধ থাকবে। এছাড়া বাজার খোলা থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। বাকি অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে।

তবে গতকালের নির্দেশিকার পর দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যে অত্যাবশ্যকীয় পণ্য হিসাবে কোন কোন দোকান খোলা যেতে পারে। সেই অনুযায়ী আজ শনিবার নবান্ন ফের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে সমস্ত পাইকারি এবং খুচরা দোকান এর ক্ষেত্রে সময়সীমা হবে সকাল ৭ টা থেকে ১০ টা এবং দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা। এই সময় এর বাইরে কোন পাইকারি বা খুচরো দোকান খোলা যাবে না। কাদের দোকান চলাকালীন মাস্ক পড়া বাধ্যতামূলক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দোকানদারের সাথে কাস্টমারের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের দোকান হিসাবে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা, বিদ্যুৎ, টেলিকম, যানবাহন, মুদিখানা, মিষ্টির দোকান, মাংসের দোকান, দুধ সরবরাহ ইত্যাদি সারাদিন খোলা যাবে। তবে সেইসব দোকানও মানতে হবে করোনা বিধি।

সেই সাথে নবান্ন আজ তাদের বিজ্ঞপ্তিতে বিয়েবাড়ি সংক্রান্ত বিধিনিষেধ স্পষ্ট করেছেন। বিয়ে করতে হলে নূন্যতম অতিথিকে ডাকতে হবে। কোনভাবেই ৫০ জনের বেশি অতিথি আসতে পারবে না। এছাড়া প্রত্যেকটি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি কোভিড বিধি মেনে করতে হবে। বিয়ে বাড়িতে রাখতে হবে মাস্ক, স্যানিটাইজার। প্রত্যেককে বিয়ে বাড়ির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।