Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নেই কোন গাড়ি, হাতে নগদ ৫ হাজার টাকা! মোট কত সম্পত্তির মালিক শুভেন্দু অধিকারী?

Updated :  Saturday, March 13, 2021 10:33 AM

একুশে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে খবরের শিরোনামে বারংবার উঠে এসেছে শিশির পুত্র শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত নন্দীগ্রামের প্রার্থী হয়ে নির্বাচন লড়েন। তবে অন্যান্য বছরের মতো চলতি বছরে শুভেন্দু নন্দীগ্রামে ঘাসফুল শিবিরের সৈনিক আর নেই। এবারের বাংলা বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ এর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। আর বিজেপিতে যোগদান করার পর থেকেই তাঁকে তারা প্রথম সারির নেতার মত দায়িত্ব দিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করার পর জানা গেছে যে শুভেন্দু অধিকারী এবার নির্বাচনের নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত শুভেন্দুর বিপরীতে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত শুক্রবার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রত্যেক রাজনৈতিক নেতাকে তার মোট সম্পত্তির হিসাব জানাতে হয়। এবার শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিয়ে তার মোট সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনল। জানা গিয়েছে, শুভেন্দুর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। হলফনামা অনুযায়ী তার বর্তমানে কোন গাড়ি বা সোনাদানা নেই। সে ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন বলে জানা গেছে। ২০২৯-২০ অর্থবর্ষে শুভেন্দুর মোট আয়ের পরিমাণ ১১ লাখ ১৫ হাজার ৭১৫ টাকা।

অন্যদিকে গত ৫ বছর আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন তখন তার মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। তারমধ্যে অস্থাবর সম্পত্তি অর্থাৎ নগদ টাকা, ব্যাঙ্ক ব্যালেন্স, শেয়ার ইত্যাদির পরিমাণ ছিল ১৮ লাখ ৫২ হাজার ২৪২ টাকা ৩৫ পয়সা। হিসাব করে দেখা গিয়েছে গত বিধানসভা নির্বাচনের তুলনায় ৫ বছর পর শুভেন্দুর সম্পত্তি বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা।