পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে ৮ লাখ টাকা রেখেছেন, মাসে কত টাকা হাতে পাবেন? জানুন হিসাব
POMIS স্কিমের জন্য আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন
আজকাল মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা রিটার্নও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য কয়েকটি অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। এরকম অনেক ৫ বছরের স্কিম রয়েছে যাতে ৭ শতাংশের বেশি সুদ দেওয়া হয়। এমনই একটি স্কিমের নাম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পোস্ট অফিসের POMIS স্কিমের জন্য আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিম পেতে গেলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতেই হবে। স্বামী স্ত্রী সুবিধা পেতে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে ৯ লাখ টাকা বিনিয়োগ করে আপনি এই স্কিমের সুবিধাগুলি পাবেন। আপনার অ্যাকাউন্টে যদি ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ৭.৪ শতাংশ সুদের হারে সুদ দেওয়া হবে। স্বামী এবং স্ত্রী এই স্কিমে একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন এবং তাতে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি একটি ভাল মাসিক আয় পাবেন৷
এখন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে যদি কেউ ৮ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে তিনি কত টাকা হাতে পাবেন? এমআইএস ক্যালকুলেটর অনুযায়ী, ৭.৪ শতাংশ সুদের হারে ৮ লাখ টাকা বিনিয়োগ থেকে প্রতি মাসে ৪,৯৩৩ টাকা আয় হবে। তবে মনে রাখবেন যে যদি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১ বছর পর এবং ৩ বছর আগে যদি কেউ বিনিয়োগ তুলে নিতে চান তাহলে মূলধন থেকে ২ শতাংশ অর্থ কেটে নেওয়া হয়। আর ৩ বছরের পর এবং ৫ বছরের আগে টাকা তুলে নিলে বিনিয়োগের ১ শতাংশ কেটে বাকিটা ফেরত দেওয়া হয়।