Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gas Cylinder Expiary: বাড়ির গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা থাকে Expiary Date, খেয়াল না করলে চরম বিপদ হতে পারে, জানুন বিস্তারিত

আজকাল প্রতিটি রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সরকার ক্রমাগত এটি প্রচার করার চেষ্টা করছে।সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনারও উদ্দেশ্য ঘরে ঘরে যাতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। জীবাশ্ম…

Avatar

আজকাল প্রতিটি রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সরকার ক্রমাগত এটি প্রচার করার চেষ্টা করছে।সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনারও উদ্দেশ্য ঘরে ঘরে যাতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং সেই সাথে পরিবেশ দূষণ রোধ করতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের দিকে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপনি কি গ্যাস সিলিন্ডার কেনার সময় মেয়াদ শেষের তারিখ দেখে নেন? আপনি যদি না জানেন কি করে মেয়াদ উত্তীর্ণ হয়েছে নাকি তা চেক করতে হয় তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

গ্যাস সিলিন্ডারের মেয়াদ

আপনাদের জানিয়ে রাখি, একটি গ্যাস সিলিন্ডারের বয়স বা মেয়াদ ১৫ বছর। এই সময়সীমার মধ্যে সিলিন্ডার দুবার চেক করা হয়। এতে ১০ বছর পর প্রথমবার এবং ৫ বছর পর দ্বিতীয়বার। সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেলে বড়সড় ক্ষতি হতে পারে আপনার। তাই আপনার বাড়িতে যখন গ্যাস সিলিন্ডার দিয়ে যায় তখন অবশ্যই দেখে নিতে হবে যে সেই গ্যাস সিলিন্ডারের আয়ু কত বেঁচে আছে। গ্যাস সিলিন্ডারে আদৌ মেয়াদ আছে নাকি তা দেখা যায় তার গায়ে লেখা থাকা কিছু কোডের মাধ্যমে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিলিন্ডার কোডের অর্থ

এলপিজি সিলিন্ডারের উপরে তিনটি স্ট্রাইপে বড় অক্ষরে একটি কোড লেখা আছে। আসলে এই কোডটি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ বলে। এই কোডগুলি A-24, B-25, C-26, বা D-27 এর মতো। এই কোডে, ABCD অক্ষর মানে মাস এবং অঙ্ক মানে বছর। এতে ‘A’ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ, ‘B’ মানে এপ্রিল, মে ও জুন, ‘C’ মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং D মানে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। ধরুন আপনার গ্যাস সিলিন্ডারে যদি D-24 লেখা থাকে, তাহলে এর অর্থ হল সেই সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখটি 2024 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। তাই এবার থেকে গ্যাস সিলিন্ডার নেওয়ার আগে অবশ্যই দেখে নিন তার মেয়াদ কত দিন বাকি রয়েছে।

About Author