Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনলাইনে মাত্র ৫ মিনিটে বানিয়ে নিন PAN Card, জেনে নিন কিভাবে

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের…

Avatar

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাঙ্ক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। আপনি যদি প্যান কার্ড বানাতে চান, তাহলে এখানে আমরা আপনাকে এমন কিছু পদক্ষেপ বলব, যার সাহায্যে আপনি ঘরে বসে অনলাইনে প্যান কার্ড তৈরি করতে পারবেন।

প্যান কার্ড পেতে, প্রথমে অনলাইন প্যান কার্ড NSDL-এর এই লিঙ্কে ক্লিক করুন https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html। অথবা আপনি Google-এ UTITSL লিখে https://www.pan.utiitsl.com/PAN/ এই লিঙ্কে যেতে পারেন। এরপর আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একজন ভারতীয় নাগরিককে প্যান কার্ডের জন্য আবেদন করতে জিএসটি ছাড়াই ৯৩ টাকা দিতে হবে। GST সহ এই ফি ১১০ টাকা। বিদেশী নাগরিকদের জন্য, প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য ফি হিসাবে ৮৬৪ টাকা GST ছাড়াই দিতে হবে।আপনি অনলাইনে ফি পরিশোধ করতে পারেন। এর জন্য, প্যান কার্ডের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করার পরে, আপনি এটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে টাকা দিয়ে দিতে পারেন। আবেদনটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথির ফটোকপি NSDL বা UTITSL-এর অফিসে কুরিয়ার করতে হবে। আর এর ১০ দিনের মধ্যেই আপনার বাড়িতে পৌঁছে যাবে প্যান কার্ড।

About Author