নয়াদিল্লি: ব্যাঙ্কের ছুটির দিনগুলো আগে থেকে জানা থাকলে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা সেরে নেওয়া যায়। এই সপ্তাহে মোট দু’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানেন তো?
রিজার্ভ ব্যাঙ্কের হিসেব অনুযায়ী, নতুন বছরের জানুয়ারি মাসে মোট ১০দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে এই ছুটির তালিকা তৈরি করা হয়।
জানুয়ারিতে ব্যাঙ্কের ছুটির তালিকায় রয়েছে পাঁচটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি। এ ছাড়াও কিছু ছুটি রয়েছে এই তালিকায়।
পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মচারিরা জানুয়ারিতে পাঁচটি রবিবার, দ্বিতীয় আর চতুর্থ শনিবারের ছুটি ছাড়াও আরও ৩টি ছুটি পাবেন। ১ জানুয়ারিতে নতুন বছরের ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মচারিরা। এছাড়াও ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে ছুটি রয়েছে।
২৬ জানুয়ারি, মঙ্গলবার দেশের প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে ওই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই ব্যাঙ্কের যাবতীয় জরুরি কাজ সেরে ফেলতে চাইলে খেয়াল রাখুন জানুয়ারি মাসের ১, ৩, ৯, ১০, ১৪, ১৭, ২৩, ২৪, ২৬ আর ৩১ তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্ক।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’