জানুন মুকেশ-নীতা আম্বানির নাতির নাম কী রাখা হয়েছে

যে কোনও খবর ঘটুক না কেন, আম্বানি পরিবারের দিকে সব সময় খবরের লাইমলাইট থাকে। তা সে ইশা আম্বানির বিয়ে হোক বা আকাশ-শ্লোকার সন্তান জন্ম হোক সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। সম্প্রতি…

Avatar

যে কোনও খবর ঘটুক না কেন, আম্বানি পরিবারের দিকে সব সময় খবরের লাইমলাইট থাকে। তা সে ইশা আম্বানির বিয়ে হোক বা আকাশ-শ্লোকার সন্তান জন্ম হোক সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। সম্প্রতি বাবা-মা হয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির পুত্র আকাশ আম্বানি ও পুত্রবধূ শ্লোকা মেহেতা। আম্বানি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে, আকাশ এবং শ্লোকা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর এবার তাদের সদ্যোজাত পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনা হয়েছে।

জানা গিয়েছে, আকাশ এবং শ্লোকার পুত্র সন্তানের নাম রাখা হয়েছে পৃথিবী। অর্থাৎ সদ্যোজাতের পুরো নাম পৃথিবী আকাশ আম্বানি। স্বভাবতঃই এই নামটি সকলে পছন্দ করেছে। আম্বানি কোম্পানির মুখপাত্র এই খবরটি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছর ৯ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন আকাশ এবং শ্লোকা। মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় আকাশের বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশন, যেখানে বসে চাঁদের হাট। আর সেই নবদম্পতি বছরের শেষে মা-বাবার স্বাদ উপভোগ করছেন। তাঁদের শুভেছা দিচ্ছেন সকলে।