গোটা বিশ্বে ভয়াবহ আকার ধারন করেছে নোভেল করোনা ভাইরাস। সারা বিশ্বে মোট ১৮৮ টি দেশ, যার মধ্যে বেশির ভাগ দেশেই নিজের প্রতিপত্তি বিস্তার করেছে এই মারণ ভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সারা বিশ্বের ভয়াবহ ও সংকটজনক অবস্থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণা করেছে।
সারা বিশ্বে ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত বেশ কয়েকটি দেশে প্রবেশ করতে পারেনি নোভেল করোনা ভাইরাস। মোট ১৮৮ টি দেশের ৩৮ দেশে এখনো পর্যন্ত সংক্রমণের খবর পাওয়া যায়নি। বিশ্বব্যাপী মহামারীর মধ্যেও সুরক্ষিত রয়েছে ৩৮ টি দেশ। যেসমস্ত দেশগুলো এখনো করোনার প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পেরেছে তার মধ্যে অন্যতম হল কোরিয়া, বেলিজ, লিবিয়া, বুরুন্ডি, মরিশাস, মন্টেনিগ্রো, চাড, মালি, ম্যাডাগাসকার, ইয়েমেন, তাজিকিস্তানের মতো দেশ।
আরও পড়ুন : ইতালিতে যেন মৃত্যুমিছিল, ২৪ ঘন্টায় মৃত ৭৯৩ জন
লক্ষ করে দেখা গেছে, ভাইরাস সংক্রমণ থেকে যে দেশগুলো এখনো বেঁচে আছে তাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের অন্তর্গত। প্রসঙ্গত উল্লেখ্য, এই দেশগুলি চরম দারিদ্রগ্রস্থ, সন্ত্রাসী হামলায় জর্জরিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই দেশগুলোতে যদি মারণ ভাইরাস একবার প্রবেশ করে তবে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে বেহাল দশাগ্রস্থ দেশগুলি এই মারণ ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম হবে। যার ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলির থেকে এইসমস্ত দেশে প্রাণহানী আরও বেশি হবে।