ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পুজোর মরশুমে আরো বাড়বে সোনার দাম, জানুন আজকে কিভাবে সস্তায় কিনবেন সোনা?

সোনার ও রুপোর দাম এখন ভারতের বাজারে অনেকটাই বাড়বে

Advertisement

ভারতের বাজারে সোনা এবং রুপোর দাম নিয়ে সব সময় চর্চা থাকে চরমে। মাঝেমধ্যেই দেখা যায় সোনা এবং রুপার দাম কমবেশি হচ্ছে। ধনতেরাসের পরে এই জগদ্ধাত্রী পুজোর আগেও সোনা ও রূপার দাম ওঠানামা অব্যাহত রয়েছে। সোনা কখনো দামি আবার কখনো সস্তা হচ্ছে। দীপাবলির পর ফের বাড়ল সোনার দাম। আগামী কয়েকদিনের মধ্যে সোনার দাম আরো বাড়তে পারে বলে মনে করছেন বুলিয়ান বাজারের বিশেষজ্ঞরা। তাই বিয়ের মরশুমের আগে এটাই হলো সোনা কেনার সবথেকে ভালো সময়। বিয়ের সময় সোনার চাহিদা অনেক বেড়ে যায়। বিশেষ করে যেসব বাড়িতে মেয়েদের বিয়ে হয় সেখানে বেশি সোনা কেনা হয়। বিয়ের মৌসুম শুরু হওয়ায় আগামী মাস থেকে সোনার চাহিদা বাড়বে। চলুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে ভারতের বাজারে সোনার দাম কত।

আজ অর্থাৎ ১৭ই নভেম্বর ২০২৩-এ সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। আপনিও যদি সোনা কিনতে বা গয়না পরতে চান, তাহলে কেনার আগে সোনা ও রূপার দাম দেখে নিন। আপনি যদি সোনা কিনতে দেরি করেন, তাহলে আপনাকে আফসোস করতে হতে পারে, কারণ সোনার দাম যেকোনো সময় পরিবর্তন হতে পারে। স্বর্ণ বর্তমানে তার উচ্চ স্তরের হারের তুলনায় অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে।

আজ সোনার ও রুপোর দাম কত?

অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুযায়ী, আজ অর্থাৎ ১৭ নভেম্বর সকালে ৯৯৫ বিশুদ্ধ সোনার দাম ৬০,৯৭৮ টাকা। গতকাল অর্থাৎ ১৬ নভেম্বর সোনার দাম ছিল ৬০,২১১ টাকা। অর্থাৎ, আজকের দিনে অনেকটাই বেড়েছে খাঁটি সোনার দাম। অন্যদিকে, ৯১৬ (২২ ক্যারেট) বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫৫,৮৫৬ টাকা রেকর্ড করা হয়েছে, গতকাল এই দাম ছিল প্রতি ১০ গ্রাম ৫৫,৩৭৫ টাকা। এ ছাড়া ৭৫০ বিশুদ্ধ (১৮ ক্যারেট) সোনার দাম ৪৫৭৩৪ টাকার কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে, ৫৮৫ (১৪ ক্যারেট) বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রাম ৩৫,৬৭২ টাকা রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি, ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রূপার দাম আজ ৭৩,২১০ টাকায় পৌঁছেছে।

Related Articles

Back to top button