Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৬ মাস পর আজ জনসাধারণের জন্য খুলল কলকাতা মেট্রো

Updated :  Monday, September 14, 2020 9:26 AM

কলকাতা: রবিবার NEET পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হলেও আজ, সোমবার দীর্ঘ লকডাউনের পর সর্বসাধারণের জন্য সকাল আটটা থেকে চালু হল মেট্রো পরিষেবা। ছ’মাসের মাথায় নিউ নর্ম্যাল পরিস্থিতিতে ফের কলকাতায় মেট্রোর চাকা গড়াল। তবে এই নিউ নর্ম্যাল পরিস্থিতিতে সবাই মেট্রো পরিষেবা পেতে পারবে না। মেট্রোয় চলার জন্য সামাজিক দূরত্ববিধি সহ আরও কিছু নিয়ম-কানুন আরোপ করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল আটটায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। রাত আটটা পর্যন্ত চলবে এই পরিষেবা। যদিও নিউ নর্ম্যাল পরিস্থিতিতে রবিবার বন্ধ থাকবে মেট্রো।

এবার এক নজরে আরও একবার দেখে নিন মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কী কী বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।…

● যেসব যাত্রীদের কাছে স্মার্টকার্ড থাকবে তারাই মেট্রো পরিষেবা পেতে পারবে।

● শুধু স্মার্টকার্ড নয়, এর সঙ্গে ই-পাস থাকতে হবে। না হলে মেট্রোয় প্রবেশাধিকার মিলবে না।

● কলকাতা মেট্রোর ওয়েবসাইট এবং রাজ্য সরকারের পথদিশা অ্যাপ থেকে এই ই-পাস সংগ্রহ করা যাবে। এছাড়াও প্রত্যেকটি স্টেশনের গায়ে কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করেও যাত্রীরা ই-পাস পেতে পারবে।

● আরপিএফ এবং রাজ্য পুলিশ যৌথভাবে ভিড় নিয়ন্ত্রণ থেকে সমস্ত কিছু দেখাশোনা করবে।

● মেট্রো স্টেশনে ঢোকার সময় থাকবে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা।

● প্লাটফর্মে দাঁড়ানোর জন্য গোল গোল করে হলুদ এবং কালো রং দিয়ে মার্কিং করে দেওয়া হয়েছে।

● যারাই মেট্রো পরিষেবা পেতে চাইবে, তাদের প্রত্যেককে মাস্ক পড়ে চলাফেরা করা বাধ্যতামূলক।

সুতরাং, এই সমস্তকিছু বিধি-নিষেধ মেনে চললেই মেট্রো পরিষেবা পাওয়া সম্ভব হবে। তবে একদিকে যখন লোকাল ট্রেন কার্যত স্তব্ধ হয়ে রয়েছে, তখন এই মেট্রো পরিষেবা অফিস যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।