কলকাতানিউজ

বইপ্রেমীদের জন্য সুখবর! আগামিকাল থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা

Advertisement

কলকাতা: এ বছর কলকাতা বইমেলা (Kolkata Bookfair) করোনার (Coronavirus) জেরে পিছিয়ে গিয়েছে৷ কিন্তু বহু প্রকাশক বইপ্রেমী মানুষের কথা ভেবে, এগিয়ে এসে আয়োজন করল একটি বইমেলার৷ নাম দেওয়া হয়েছে ‘বইমেলা ২০২১’৷ কোভিড বিধি মেনেই হবে এই বইমেলা৷ আগামিকাল, বৃহস্পতিবার বিকেল চারটের সময় ঘন্টা বাজিয়ে বইমেলা শুরু হবে৷ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত৷ এই বইমেলার সঙ্গে রোজ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য নিয়ে আলোচনা৷

বইমেলা খোলা থাকবে প্রতিদিন বেলা ২টো থেকে রাত ৯ টা পর্যন্ত৷ বইমেলার জন্য বেছে নেওয়া হয়েছে, কলকাতার আমহার্স্ট স্ট্রিটে হৃষিকেশ পার্ক৷ এখানেই এবার হবে প্রথম বর্ষের বই মেলা৷ আয়োজক- বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি৷ সহযোগিতায় নেক্সটজেন মিডিয়া৷

এটি প্রথম বর্ষ। গতকাল, মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে কলকাতায় বইমেলার সূচনা ও প্রচারে ছিল অভিনব উদ্যোগ৷ বইমেলার ব্যানার ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় একটি ট্রাম৷ ২৬ জানুয়ারি বিকেলে ধর্মতলায় টায়ার পার্ক থেকে যাত্রা শুরু করে ওই ট্রাম ট্যাবলো৷

প্রচার ট্রামের সূচনা উপলক্ষে ধর্মতলায় টায়ার পার্কে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, শিল্পী শুভাপ্রসন্ন ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ এছাড়া বইমেলার আয়োজক কমিটির সদস্যরা।

Related Articles

Back to top button