হায়দ্রাবাদের পথ ধরেই এবার আকাশপথে গণপরিবহন চালু করল বাংলা। শুরু হচ্ছে কলকাতা কোচবিহার বিমান পরিষেবা। ৯ সিটের এই ছোট্ট বিমান গতকাল মঙ্গলবার তার প্রথম উড়ান নিয়েছে। এই বিমানটি চালাচ্ছে ইন্ডিয়া ওয়ান এয়ার নামক একটি কোম্পানি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিমান পরিষেবা আপাতত সপ্তাহে ৭ দিনই চলবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে, এই বিমানের ভাড়া ট্রেনের থেকেও কম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ৯৯৯ টাকাতে প্রাথমিকভাবে এই পরিষেবা চালু হচ্ছে। কলকাতা থেকে কোচবিহার যাওয়ার জন্য যাত্রীদের মাত্র ৯৯৯ টাকা ভাড়া গুনতে হবে। এই ভাড়া ট্রেনের এসি 3 টায়ারের চেয়েও বেশ কিছুটা কম।
গত সোমবার থেকে এই টিকিট কাটার উইন্ডো খুলে গিয়েছে। জানা গিয়েছে, মার্চ মাসের ৩ তারিখ অবধি সমস্ত টিকিট বুক হয়ে গেছে। এই বিমান গতকাল কলকাতা থেকে সকাল ১১ টা বেজে ৩৩ মিনিটে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে নিয়মিতভাবে কলকাতা থেকে সকাল ১০ টা বেজে ১০ মিনিটে বিমানটি সফর শুরু করবে এবং মাত্র দু ঘন্টার মধ্যে দুপুর ১২ টা বেজে ১০ মিনিটে বিমানটি কোচবিহারে পৌঁছাবে। আবার বিমানটি কোচবিহার থেকে দুপুর ১২:৩০ টায় কলকাতার উদ্দেশ্যে সফর শুরু করে দুপুর ২:০০ বেজে ২৫ মিনিটে কলকাতায় পৌঁছে যাবে। এই বিমানের সর্বোচ্চ গতিবেগ হবে ৩৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।
প্রাথমিকভাবে এই রুটে প্রতিটি টিকিটের ভাড়া পড়ছে ৯৯৯ টাকা। তবে সূত্রের খবর কিছুদিন পর থেকে এই ভাড়া বৃদ্ধি করা হতে পারে। সেক্ষেত্রে জোর জল্পনা, যে ভাড়া হতে পারে ৩ হাজার টাকার বেশি। বর্তমানে তিস্তা-তোর্সা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে কলকাতা থেকে কোচবিহারে সফর করতে টিকিট ভাড়ায় খরচ হয় হাজার টাকার বেশি। সময় লাগে প্রায় ১৪ ঘণ্টা। ফলে ৯৯৯ টাকায় কোচবিহারগামী বিমানের টিকিট যে জলের দামের সমান তা বলাই বাহুল্য।