নিউজরাজ্য

আম্ফান ক্ষতিপূরণের টাকা কোথায় গেল? প্রশ্নের উত্তর চায় কলকাতা হাইকোর্ট

Advertisement

পশ্চিমবঙ্গ: অম্ফানের টাকা কোথায় সেই টাকা আসলে কারা পেয়েছেন, সেই তথ্য পেতে একাধিক প্রার্থনা করে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা হয় বেশ কিছুদিন ধরেই। আর সেই নিয়ে এবার রাজ্যকে দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব  মেদিনীপুর, এই তিন জেলার আমফান ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ এনেছেন খইরুল আলম শেখ।

অম্ফানের ক্ষতিপূরণ নিয়ে সঠিক তথ্য পেতেই আদালতের দারস্থ হন তিনি। এমনকি এই অভিযোগের ভিত্তিতে যখন তিনি আদালতের দারস্থ হয়েইছেন সেইক্ষেত্রে তাঁর আইনজীবী শমীক বাগচি জানান, “ক্ষতি হয়নি এমন অনেকেই টাকা পেয়েছেন। রিপোর্ট সামনে এলে আসল সত্য বেরিয়ে আসবে।কারা আবেদন করেছেন,  কারা ক্ষতিপূরণ পেয়েছেন,  রাজ্য সেই রিপোর্ট জমা দিক। ”  তার বিশ্বাস তদন্ত হলেই সঠিক বিষয় সামনে আসবে।

এই নিয়ে রাজ্যের অনেক মানুষের ক্ষোভ আমরা আগেই দেখেছি। এমনকি জেলার অনেক জায়গায় অম্ফানে ত্রাণ পাঠানোর পরেও টা সবার হাতে পৌঁছায়নি। কিন্তু এদিন রাজ্যের এজি কিশোর দত্ত উত্তরে জানান, “সব তথ্য পেতে আরও কিছুটা সময় লাগবে।” রাজ্যকে দ্রুত জানাতে হবে আমফান নিয়ে রাজ্য কী কী পদক্ষেপ করেছে এমনটাই বলেছেন প্রধান বিচারপতি।

এছাড়াও আম্ফান এর টাকা কোথায় গেছে কিভাবে সেই টাকা খরচ হলো কি করে সেইসব নিয়ে সাত দিনের মধ্যে হলফনামা দিয়ে এই রিপোর্ট দিতে হবে। এখনো পর্যন্ত অম্ফানে বাংলায় যা ক্ষতি হয়েছে সেই নিয়ে বাংলার মানুষের চাপা উত্তেজনা ছিলো। কিন্তু তা প্রকাশ না করলেও কিন্তু সেই নিয়ে কেউ যে আওয়াজ তুলবে এমনটাও কেউ কখনো ভাবেনি।

 

Related Articles

Back to top button