কলকাতানিউজ

BREAKING: কোলকাতা হাইকোর্টের পরামর্শ কি মানবে রাজীব কুমার? কি জানালো কোলকাতা হাইকোর্ট

Advertisement

সারা দেশ জুড়ে রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। সিবিআইয়ের একটি দল উত্তরপ্রদেশে রাজীব কুমারের দেশের বাড়িতে হানা দিয়েছিল তাঁর খোঁজে। গতকাল মেছেদার বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়েছে সিবিআই। খোঁজ মেলেনি রাজীব কুমারের।

অথচ রাজ্যের এই আইপিএস অফিসারের আইনজীবী নিয়ম করে প্রতিদিন আদালতে ঘুরে বেড়াচ্ছেন আগাম জামিনের আশায়। প্রথমবার বারাসত কোর্টে ধাক্কা খেয়ে আলিপুর আদালতে নিজের আইনজীবী আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন এই আইপিএস অফিসার। আলিপুর আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে জানিয়ে দেন প্রয়োজনে এই আইপিএস অফিসারকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই।

এরপরই হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেন রাজীব কুমার। আগাম জামিনের আবেদনের দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে দরবার করেন রাজীব কুমারের আইনজীবী। তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে ‘আত্মসমর্পণের’ পরামর্শ দেয়। আজ, বুধবার কলকাতা হাইকোর্টে সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি হওয়ার কথা।

অন্যদিকে, রাজ্যের এই আইপিএস অফিসারের অস্বস্তি বাড়িয়ে সারদার পাশাপাশি রোজভ্যালিকাণ্ডেও ফের নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles

Back to top button