কলকাতা : শিক্ষক নিয়োগের নিয়োগ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। তাই কলকাতা হাইকোর্ট এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের কাছে রিপোর্ট চাইল আগামী ১৬ ই ডিসেম্বরের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
২০১৬ সালে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এই চারটি বিষয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি, পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল কিন্তু দেখা গিয়েছিল অস্বচ্ছতা। এই অস্বচ্ছতার বিরুদ্ধেই দারস্থ হন ১৯ প্রার্থী হাইকোর্টের কাছে।
তাদের দাবি অন্তত ৪০ জনকে নিয়োগ করা হয়েছে কিন্তু তারা ওই ১৯ জনের থেকে অনেক কম নম্বর পেয়েছেন তাতেও তাদের কি কি করে নিয়োগ করা হলো এই অভিযোগ নিয়ে তারা এসেছেন।