Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ রাজীব কুমারের মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট! কোন দিকে রাজীবের ভাগ্য?

Updated :  Thursday, September 26, 2019 7:37 AM

বুধবার কলকাতা হাইকোর্টের রুদ্ধদ্বার কক্ষে সারদা মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের শুনানি শেষ। জামিনের পরেও নির্ধারিত হল না রাজীব কুমারের ভাগ্য। আগামীকাল, বৃহস্পতিবার সকাল ১০ টায় আবার আগাম জামিন সংক্রান্ত এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি।

বিচারপতি সহিদুল্লা মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি চলে এক ঘণ্টারও বেশি। হাইকোর্টে রুদ্ধদ্বার কক্ষে আজ দুপুর ২ টো থেকে শুনানি চালু হয়। যা চলে প্রায় সাড়ে ৩ টে পর্যন্ত।

রাজীব কুমার এবং সিবিআইয়ের আইনজীবীদের সওয়াল জবাবের পর, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি সহিদুল্লা মুনশি। ফলে রাজীবের ভাগ্য ঝুলেই রইল। তবে এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।