এবার কলকাতা মেডিকেল কলেজের পালকে যুক্ত হলো নতুন মুকুট। খুব শীঘ্রই আরো তিনটি বিভাগ যুক্ত হতে চলেছে কলকাতা মেডিকেল কলেজের ঝুলিতে। এরকমই নতুন পরিকল্পনা নিয়েছে কলকাতার অন্যতম পুরনো মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই নতুন তিনটি বিভাগের মধ্যে রয়েছে নিওনেটোলজি বা সদ্যজাত শিশু বিভাগ। দ্বিতীয়টি হল কার্ডিয়াক অ্যানাসথেসিওলোজি। এবং সবশেষে তৃতীয়টি হল রিউম্যাটোলজি। ইতি মধ্যেই এই তিনটি বিভাগ শুরু করার জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে অতিরিক্ত অর্থ সাহায্য দাবি করে আবেদন জানানো হয়েছে। মেডিকেল কলেজ সূত্রের খবর আপাতত ৫০টি আসন নিয়ে সদ্যোজাত শিশু বিভাগ শুরু করা হতে চলেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যোজাত শিশু বিভাগটি শিশু বিভাগের অধীনে একটি মাত্র ইউনিট হিসেবে কাজ করছে। এই বিভাগ চালু করার জন্য নূন্যতম ৩০ টি বেডের প্রয়োজন পড়ে। যেহেতু কলকাতা মেডিকেল কলেজে এই শয্যাসংখ্যা রয়েছে, সেই কারণে কলকাতা মেডিকেল কলেজ এই বিভাগটি চালু করতে পারে স্বচ্ছন্দে। এই কারণেই, স্বাস্থ্য দপ্তরের কাছে নতুন বিভাগের জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, প্রতিদিন যেভাবে হার্ট এবং থোরাসিক অস্ত্রোপচারের সংখ্যা বাড়ছে, তাতে কার্ডিয়াক অ্যানাসথেসিওলোজি বিভাগের প্রয়োজনীয়তা বাড়ছে এবং সেই কারণেই এই বিভাগের সূচনা করছে কলকাতা মেডিকেল কলেজ।
এই মুহূর্তে এই বিভাগের অধীনে ২০টি ক্রিটিকাল কেয়ার ইউনিট শয্যা চালু করার ক্ষমতা রয়েছে কলকাতা মেডিকেল কলেজের। এই বার্তা কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরের কাছে দেওয়া হয়েছে। অন্যদিকে, রিউম্যাটোলজি বিভাগ বর্তমানে শুধুমাত্র রয়েছে শেঠ সুখলাল কার্নানি মেমোরিয়াল হসপিটাল ওরফে এসএসকেএম হাসপাতালে। তবে আজকের দিনে যেভাবে বাতজ্বর এবং অন্যান্য সমস্যা বাড়ছে, সেদিক থেকে দেখতে গেলে এই বিভাগ শুধুমাত্র একটি হাসপাতালে থাকা একেবারেই যথেষ্ট নয়। এই কারণেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, এই নতুন বিভাগ চালু হতে চলেছে বলে জানাচ্ছেন বরিষ্ঠ চিকিৎসকরা।