নিউজরাজ্য

kolkata metro: মেট্রো নতুন উপহার দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, জুড়তে চলেছে নোয়াপাড়া বারাসাত এবং বিমানবন্দরকে, কবে থেকে হবে চালু?

নোয়াপাড়া বারাসাত হয়ে বিমানবন্দর মেট্রো স্টেশনকে জুড়তে চলেছে হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন

Advertisement

নোয়াপাড়া এবং বারাসাত হয়ে বিমানবন্দর মেট্রো স্টেশনকে একসাথে জুড়ে দিতে চলেছে হলুদ লাইনের দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। ইস্টার্ন মেট্রোর একটি বড় ইন্টারচেঞ্জিং পয়েন্ট হতে চলেছে এই মেট্রো স্টেশনটি। রবিবার কলকাতা মেট্রো তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এই নতুন মেট্রো স্টেশনটি কলকাতা মেট্রোর মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। পূর্ব রেলের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটির নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন সংলগ্ন। স্টেশনে শিয়ালদা উত্তর বিভাগের বারাসাত বসিরহাট টাকি হাসনাবাদ এবং বনগাঁর মতো গুরুত্বপূর্ণ লাইনের ট্রেন ইন্টারচেঞ্জ হয়। লোকজন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে খুব সহজেই কলকাতায় আসতে পারেন।

এছাড়াও হাওড়া হুগলি এবং ব্যারাকপুর এর যাত্রীরা নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাতে পারবেন। সেখান থেকে ট্রেন ধরতে পারবেন সহজেই। ২০৩৫ সাল নাগাদ প্রতিদিন ৬৬ হাজার জন যাত্রী এই স্টেশন টি ব্যবহার করবেন বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে কিন্তু আপনারা অতিরিক্ত যাত্রী সুবিধা পেতে পারেন। এছাড়াও বিভিন্নভাবেই মেট্রোরেলের অন্যতম একটি জাংশন পয়েন্ট হয়ে উঠবে দমদম ক্যান্টনমেন্ট।

এই স্টেশনে থাকবে ছয়টি এস্কেলেটর, তিনটি লিফট থাকবে এবং এর বাইরে সাতটি সিঁড়ি থাকবে। ১৬ টি AFC গেট বসানো হবে এই মেট্রো স্টেশনে। এছাড়াও আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে এই স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে এই মুহূর্তে দুটি প্লাটফর্ম রয়েছে। টিকিট কাউন্টার, বসার বেঞ্চ, মহিলাদের জন্য টয়লেট, পাবলিক এড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এবং আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। মনে করা হচ্ছে এই মেট্রো স্টেশনটি কলকাতার অন্যতম একটি ব্যস্ত মেট্রো স্টেশন হতে চলেছে খুব শীঘ্রই।

Related Articles

Back to top button