কলকাতানিউজরাজ্য

সন্ধ্যাবেলায় কলকাতা মেট্রোয় বাড়তে চলেছে ই-পাসের সংখ্যা

Advertisement

কলকাতা: এবার অফিস টাইমে স্লটে বিশেষ করে সন্ধ্যায় মেট্রোয় ই-পাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। মধ্য কলকাতার এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট এই সব স্টেশন থেকে ই-পাস এর সংখ্যা বেড়েছে। এমনকি দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, কালীঘাট এই দুই স্টেশন থেকেও বেড়েছে  ই-পাস এর সংখ্যা।

সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা আর তার পাশাপাশি বাড়ানো হবে এই স্লট সংখ্যা। ১১০ এর বদলে মেট্রো চলবে ১১৬টি। যাত্রী বৃদ্ধি করতে প্রয়োজন ই-পাসের সংখ্যা বাড়ানো। আর সময় মতো ই-পাস না বাড়ালে যাত্রীরা স্টেশন অবধি আসতে পারবেন না। তাই পরিস্থিতি বুঝে সব কিছু ঠিক রেখে করোনা সাবধানতা বজায় রেখেই এবার এই সিদ্ধান্তের কথা ভেবেছে মেট্রো। চলতি মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায়ের দাবি, “আমরা যাত্রীদের কাছে অনুরোধ করব, প্রয়োজন না থাকলে অযথা ই-পাস বুকিং করবেন না। যাদের প্রয়োজন তারা ই-পাস পাবে না। অন্যরা ব্যবহার করে চলে যাবে। এতে প্রকৃত যাত্রীদের যাতায়াতের অসুবিধা তৈরি হবে।”

প্রথম দিকে দেখা গিয়েছে  মেট্রোয় চাপার জন্য অসংখ্য যাত্রীর কাছে অ্যাপ ডাউনলোড করার মতো উপযুক্ত মোবাইল  ছিলো না বা কারোর ছিলো না হাই স্পিড ইন্টারনেট। আবার অনেকের আধুনিক মোবাইল ফোন থাকলেও তারা মেট্রোয় নিয়মিত যাত্রী নন বলে স্মার্ট কার্ড করান নি। আবার এসব পেড়িয়ে যাঁদের সব আছে, তাঁরা স্টেশনে এসেও অন্যের সাহায্যে অ্যাপ ডাউনলোড করতে গিয়ে অন্য সমস্যায় পড়েন। কিন্তু সেই সব পেড়িয়ে এখন কলকাতা মেট্রো চলছে দুরন্ত গতিতে। আর আগের থেকে বেড়েছে যাত্রী সংখ্যাও।

Related Articles

Back to top button