চলতি বছরের দূর্গাপুজোতে রেকর্ড যাত্রীর নজির স্থাপন করেছিল কলকাতা মেট্রো। এমনকি পুজোর বেশ কয়েকটা দিন গোটা রাত্রি চালু ছিল মেট্রো পরিষেবা। এবার কালীপুজো এবং দীপাবলি উপলক্ষেও বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ওই দুই দিন মেট্রো প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচী অন্যদিনের তুলনায় একটু আলাদা। কালী পুজো এবং দীপাবলীর দিন কখন থেকে মেট্রো চলবে এবং শেষ মেট্রো কখন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের জানানো হয়েছে যে কালীপুজো এবং দীপাবলির দিন নতুন সময়সূচি অনুযায়ী প্রথম কালীপুজোর দিন মোট ২০০ টি (আপ ও ডাউন মিলিয়ে) মেট্রো চালানো হবে। এর মধ্যে ১২ টি চালানো হবে। এই দিন কবি সুভাষ থেকে প্রথম বিশেষ ট্রেন রাত ৯ টা ৪৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে বিশেষ ট্রেন রাত ৯ টা ৪৮ মিনিটে ছাড়বে। দুটি স্টেশন থেকে শেষ বিশেষ ট্রেন থাকবে রাত ১২ টায়।
এরপর ২৫ অক্টোবর দীপাবলির দিন মোট ১৮৮ টি মেট্রো পরিষেবা দেবে। ঐদিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে শেষ বিশেষ ট্রেন ছাড়বে রাত ১০ টা ৩৫ মিনিটে। এছাড়া এই দুইদিন অন্যান্য দিনের মতোই রেলের নিয়মিত পরিষেবা শুরু হবে সকাল ৬ টা ৫০ মিনিটে।