আগামী একমাস মেট্রো পরিষেবাতে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। এই সপ্তাহের শনিবার অর্থাৎ আজ থেকে শনি এবং রবিবার মেট্রো পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী এক মাস। ১১ জুন পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার এই নতুন সময়সূচী অনুসারে পরিষেবা পাবেন যাত্রীরা। মূলত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জের মধ্যে ট্রাক মেইন্টেনেন্স এর কাজের জন্য মেট্রো সময়সূচীতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো পরিষেবা একেবারে অপরিবর্তিত থাকবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭, ২৮ মে এবং ৩, ৪ ও ১১ জুন পরিষেবা নিয়ন্ত্রণ করবে কলকাতা মেট্রো। শনিবার এবং রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেনটেনেন্স করা হবে। এর জন্য সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর মধ্যে প্রতি শনিবার গুলিতে কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ মিনিটের বদলে সকাল দশটায়।
দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকলেও দক্ষিণেশ্বর বা দমদম থেকে যে ট্রেন কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়ে সেগুলি প্রতি শনিবার টালিগঞ্জ পর্যন্ত যাবে। এর ফলে আগামী এক মাস শনিবার সকাল ৬:৫০ মিনিট থেকে সকাল ১০ টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। অন্যদিকে রবিবারে দক্ষিণেশ্বর বা দমদম থেকে সকাল ৯ টায় যে পরিষেবা দেওয়া হয় তা অপরিবর্তিত থাকবে।
তবে কবি সুভাষ থেকে সকাল ন’টার বদলে সকাল দশটায় চালু হবে মেট্রো পরিষেবা। ২৮ মে এবং ১১ জুন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দুদিক থেকেই রবিবার সকাল ৯ঃ০০ টার পরিবর্তে সকাল দশটায় পরিষেবা চালু করা হবে।