নিয়ম বিধি মেনেই ৮ তারিখ থেকে শুরু মেট্রোর যাত্রা, জানুন মেট্রো চলাচলের সময়

কলকাতা : অবশেষে ৮ তারিখ থেকে গড়াতে চলেছে মেট্রোর চাকা৷ কিছুদিন আগেই কেন্দ্রের সবুজ সিগন্যাল পেতেই নবান্ন জানিয়ে দেয় সবরকম সাবধানতা মেনেই ৮ তারিখ থেকে ধাপে ধাপে পরিষেবা শুরু করবে…

Avatar

কলকাতা : অবশেষে ৮ তারিখ থেকে গড়াতে চলেছে মেট্রোর চাকা৷ কিছুদিন আগেই কেন্দ্রের সবুজ সিগন্যাল পেতেই নবান্ন জানিয়ে দেয় সবরকম সাবধানতা মেনেই ৮ তারিখ থেকে ধাপে ধাপে পরিষেবা শুরু করবে কলকাতা মেট্রোর৷মেট্রো রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়  জানিয়েছেন, “যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। আগের থেকে কমানো হবে মেট্রোর সংখ্যা৷ সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থাও থাকবে৷ এছাড়াও থাকবে আরো অন্যান্য পরিষেবা”।

স্টেশনের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন। এছাড়া বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক এবং গ্লাভসের ব্যবহার। প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটাও হয়েছে।

সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে। ষ্টেশনে ষ্টেশনে রাখা হবে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার।মঙ্গলবার মেট্রো ভবনে পৌঁছোতে পারে কেন্দ্রের গাইডলাইন৷ কোভিড বিধি মেনে মেট্রোর পরিষেবা দেওয়া হবে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত ৷

About Author