কলকাতা পৌরসভা এবারে প্রকাশ করল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। মোট ৩০ টি শুন্যপদে নেওয়া হবে একেবারে নতুন কর্মী। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিযুক্ত হবার জন্য দিতে হবে শুধুমাত্র ইন্টারভিউ। লাগবে না কোন পরীক্ষা দিতে। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই ইন্টারভিউ হবে এই চাকরির জন্য, তারপর হবে সরাসরি নিয়োগ। চলুন জেনে নেওয়া যাক এই চাকরির প্রক্রিয়া এবং কিভাবে আপনি এই চাকরির ইন্টারভিউ দিতে পারবেন।
স্টাফ নার্স পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে কলকাতা পৌরসভার তরফ থেকে। আবেদনের জন্য শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং কোর্সের শংসাপত্র আপনার কাছে থাকতে হবে। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীনে আপনাকে নথিবদ্ধ হতে হবে। বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে আপনাকে। নিয়োগের পর প্রতি মাসে আপনার বেতন হবে ২৫ হাজার টাকা এবং এই নিয়োগের জন্য আপনার বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মোট ১০০ নম্বরে ভিত্তিতে হবে নিয়োগ। এর মধ্যে ৪০ নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার ওপর এবং ৬০ নম্বর থাকবে ইন্টারভিউ এর উপর। দুটিতে যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবেন তাদের মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য প্রথমে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে রিক্রুটমেন্ট ট্যাবে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপরে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৯ থেকে ১৫ মার্চ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে আপনি জমা করতে পারবেন এই সমস্ত নথি। এই চাকরির সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনি।