কলকাতানিউজরাজ্য

রেকর্ড সংক্রমণ রাজ্যে, ফের কলকাতায় বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা

Advertisement

ক্রমেই দেশ সহ রাজ্য জুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশ জুড়ে ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্যের মধ্যে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর তার ফলে ফের কলকাতায় বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা।

গত শনিবার রাজ্য প্রশাসনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে আরও ৮টি। আগে ২৪ টি কনটেইনমেন্ট জোন ছিল। এবার আরও ৮টি বেড়ে হল ৩২ টি। রাজ্য প্রশাসন যে তালিকা প্রকাশ করেছে তাতে সন্তোষপুরের একটি বস্তি রয়েছে। বেশ কিছু বিচ্ছিন্ন বাড়ি সহ রয়েছে চেতলা ও আলিপুরের ২টি আবাসন।

প্রশাসনের কর্মীরা ইতিমধ্যে বাড়িগুলিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। কড়া নজর রাখা হচ্ছে কনটেইনমেন্ট জোনগুলিতে। যাতে কেউ বাইরে বেরোতে না পারে। স্যানিটাইজ করা হয়েছে কনটেইনমেন্ট জোনের অন্তর্ভুক্ত এলাকা। মুখ্যসচিব রাজীব সিনহা শনিবার বলেছেন, গোটা পশ্চিমবঙ্গে এখনো লক ডাউন জারি করার পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে বিশেষজ্ঞদের মত, কলকাতায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিচারে কনটেইনমেন্ট জোনের সংখ্যা অনেক কম।

Related Articles

Back to top button