কলকাতার বুকে তৈরি হল ফুলবাগান মেট্রো স্টেশন, দেখুন স্টেশনের নকসা

গোটা দেশ জুড়ে করোনা আবহে টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলছে লক ডাউন। দেশের সমস্ত কনটেইনমেন্ট জোনে আগামী ৩০শে জুন পর্যন্ত লক ডাউন জারি রয়েছে। লক ডাউন উঠলেই নতুন…

Avatar

গোটা দেশ জুড়ে করোনা আবহে টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলছে লক ডাউন। দেশের সমস্ত কনটেইনমেন্ট জোনে আগামী ৩০শে জুন পর্যন্ত লক ডাউন জারি রয়েছে। লক ডাউন উঠলেই নতুন মেট্রো স্টেশন ফুলবাগান মেট্রো চালু হবে শীঘ্রই, মেট্রো কতৃপক্ষের তরফে এমনই জানান হয়েছে। ২৬ বছর পর কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো মাটির নীচ থেকে ছুটবে। এদিকে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে। তাই লক ডাউন উঠলেই চালু হতে পারে এই মেট্রো স্টেশন।

কলকাতার বুকে তৈরি হল ফুলবাগান মেট্রো স্টেশন, দেখুন স্টেশনের নকসা

ফুলবাগান মেট্রো স্টেশনের নামে পুরো স্টেশনটি ফুল দ্বারা চিত্রায়িত করা হয়েছে। স্টেশনে প্রবেশের দরজা থেকে মেট্রো ধরা পর্যন্ত হলুদ, সবুজ বিভিন্ন রংয়ের বাহারি ফুল দিয়ে আঁকা হয়েছে স্টেশনটি। এছাড়া মেট্রো স্টেশনে ৬টি সিঁড়ি, ৩টি এসক্যালেটর ও ৩টি লিফট। মেট্রো রেল স্টেশনে পৌঁছানো থেকে প্ল্যাটফর্ম স্ক্রিনডোরের মধ্যে নজর রাখার জন্য বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে। যারা চোখে দেখতে পাননা তাঁদের জন্য প্ল্যাটফর্মের মেঝেতে বিশেষ চিহ্ন থাকছে।

কলকাতার বুকে তৈরি হল ফুলবাগান মেট্রো স্টেশন, দেখুন স্টেশনের নকসা

মেট্রো স্টেশনটি লম্বায় ১৪০ মিটার ও দুটি প্ল্যাটফর্মে ২৪ টি করে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। এছাড়া যারা শারীরিক ভাবে দুর্বল তাঁদের জন্য লিফটে থাকবেন কর্মী। শারীরিক ভাবে অক্ষম যাঁরা তাঁদের জন্য উচ্চতা কমিয়ে তৈরি করা হয়েছে বিশেষ টিকিট কাউন্টার। স্টেশনের প্রথম তলায় ইভিএম মেশিন। এছাড়া স্টেশনে যেকোনো বিপদ হলেই টক ব্যাগ বাটন পুশ করে সরাসরি মেট্রোরেলের কন্ট্রোল রুমে জানান যাবে। এছাড়া রয়েছে গ্লাস বক্স যা পুরোপুরি ভাঙলে ও বিশেষ বোতাম টিপলে মেট্রোরেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

কলকাতার বুকে তৈরি হল ফুলবাগান মেট্রো স্টেশন, দেখুন স্টেশনের নকসা

About Author