Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আকাশ ছোয়া দাম সবজির, বাজারে চড়া দামে বিকোচ্ছে আলু

Updated :  Thursday, July 9, 2020 3:13 PM

ঘূর্ণিঝড় আমফানের পর থেকেই দাম বাড়ছে সবজির। লকডাউনের পর ও সেই দাম একই রয়েছে। বাজার করতে গিয়ে চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে। আর ব্যাগ ভর্তি করে বাজার করতে পারছেন না ক্রেতারা। দামের জন্য পরিমাণে কমাতে হচ্ছে সবজি। আর ক্রমেই দাম বেড়ে চলেছে আলুর। এখন বাজারে চন্দ্রমুখী আলুর দাম ৩০-৩৫ টাকা প্রতি কেজিতে। আর জ্যোতি আলুর দাম ২৫-৩০ টাকা প্রতি কেজিতে।

এই আলুর দাম এই সময় এতটা বাড়ে না। কিন্তু এইবছর বেড়েছে। লেকমার্কেটের এক দোকানদার বলেছেন,”আলুর দাম ২৫ টাকার ওপরে। এই সময় এতো দাম থাকে না। কিন্তু আমফানের পর এই দাম বেড়েই চলেছে। আমাদের ও বিক্রি করতে অসুবিধা হচ্ছে। ক্রেতাদের বার বার প্রায় প্রতিদিন নতুন দাম বলতে হচ্ছে।” আবার ওই মার্কেটের এক বিক্রেতা জানিয়েছেন,” আলু ছাড়া একদম চলে না। ঘরে সবসময় আলু আর পেঁয়াজটা রাখতে হয়। এই দাম এত বাড়ছে ফলে আলুর পরিমান কমিয়ে রান্না করতে হচ্ছে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই দাম বেড়েছিল পেঁয়াজের। রেকর্ড মূল্য বৃদ্ধি হয়েছিল। প্রায় ১৫০ টাকা কেজি হয়ে গেছিল পেঁয়াজের দাম। আর এখন বাড়ছে সব সবজির। পটল, কুমড়ো, টমেটো,পেঁয়াজ সব কিছুর দাম প্রায় ৪০ টাকার উপরে। এত দাম দিয়ে সবজি কিনতে নাস্তানাবুদ হচ্ছে আমজনতা।