শুধু রাস্তায় কিংবা পাতালে নয় এবারে জলপথে গতি বৃদ্ধি হবে শহর এবং শহরতলিতে। জলযানের গতি বৃদ্ধি করার জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জলপথে এবার পাওয়া যাবে এসির মজা। শীঘ্রই মেট্রো রেকের ধাঁচে তৈরি হবে এসি ভেসেল। সম্প্রতি অত্যাধুনিক বাইশটি ভেসেল জলে নেমেছে। বাকিগুলিও খুব শীঘ্রই জলে নামতে চলেছে বলে জানা যাচ্ছে।
শহর এবং শহরতলীর নিত্য যাত্রীদের একটা বড় অংশ প্রতিদিন জলপথে যাতায়াত করে থাকেন। শহরের জ্যাম জট এড়িয়ে, ট্রেন অবরোধ বাদ দিয়ে, জলপথে খুব সহজেই কিন্তু যাত্রা করা যায়। সেই কারণে এবার রাস্তার সঙ্গে সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে জলপথকে। কলকাতা এবং শহরতলীতে ফেরিঘাট গুলির সৌন্দর্যায়নের জন্য কাজ শুরু করেছে রাজ্য সরকার। পুরনো লঞ্চ ভেসেল বাদ দিয়ে নতুন ধাঁচের ঝা-চকচকে জলযান নামতে চলেছে নদীতে। দক্ষিণবঙ্গের ছয়টি জেলার মধ্যে পারাপার করবে এই জলযান। আর এবারে গঙ্গায় নামতে চলেছে দূষণমুক্ত বৈদ্যুতিক এসি ভেসেল। ফেরিঘাট গুলিতে এর জন্য চার্জিং স্টেশন তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায় ১৫টি বৈদ্যুতিন এসি ভেসেল নদী পথে নামাতে চলেছে রাজ্য সরকার। বাতানুকুল হওয়ার পাশাপাশি সম্পূর্ণ দূষণমুক্ত এই ভেসেলের বায়ো টয়লেট থাকবে। অত্যাধুনিক সিট ছাড়াও একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। ১৫ টি ভেসেলের মধ্যে ছোট বড় মিলিয়ে দুই ধরনের জলযান থাকবে। বড় ভেসেলে সর্বোচ্চ ২৫০ জন চাপতে পারবেন। ছোট ভেসেলে উঠতে পারবেন ১০০ জন যাত্রী। পাশাপাশি এর ভাড়া হবে একেবারে মানানসই। এই মুহূর্তে গঙ্গা পারাপার করার জন্য যাত্রীদের ন্যূনতম ৬ টাকা খরচ করতে হয়। তাই এই এসি ভেসেলের ভাড়া মোটামুটি একই রকম থাকবে।