গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার কলকাতা সহ সংলগ্ন এলাকায়। পাশাপাশি তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া গিয়েছে চলতি মাসের শুরু থেকেই। তাপমাত্রার পারদ ধীরে ধীরে চড়লেও হাওয়া অফিস জানিয়েছে যে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামতে পারে বৃষ্টি। এমনকি গত সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর দেখা মিলেছিল। তবে এই কালবৈশাখীর স্বস্তি এখনো পৌঁছাতে পারেনি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এই সপ্তাহে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গে প্রথম দিন তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে পরবর্তী দুইদিনে গড় তাপমাত্রা সামান্য কমবে। মনে করা হচ্ছে এই দুই দিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। অন্যদিকে আজ সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল আলিপুরদুয়ার এবং পাহাড়ি পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে।
তবে আজ পরিষ্কার আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আগামীকাল আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের বিক্ষিপ্ত জায়গায় ব্রজবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বুধবারও কলকাতায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেদিন কলকাতা ও দুই চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।