হরিয়ানভি গানের তালে দুরন্ত নাচে সকলকে মুগ্ধ করেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী কোমাল চৌধুরী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে একটি জনপ্রিয় হরিয়ানভি গানের তালে নাচতে দেখা গিয়েছে। নীল রঙের চকচকে সালোয়ারে সজ্জিত কোমালের নাচে একেবারেই মেতে উঠেছে নেটদুনিয়া।
জনপ্রিয় হরিয়ানভী গানে দারুন নাচ
ভিডিওতে দেখা যাচ্ছে, কোমালের নাচে দর্শকরা কতটা মেতে উঠেছেন। তাদের উচ্ছ্বাসই প্রমাণ করে কোমালের নাচের জনপ্রিয়তা। জনপ্রিয় হরিয়ানভি গান ‘তেরে রেট বাদেগে’র তালে কোমালের নাচ এত সুন্দরভাবে মানিয়েছে যে, ভিডিওটি একবার দেখলেই মনে রয়ে যায়। নীল রঙের চকচকে সালোয়ারে কোমালের লুকটিও ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোমল
হরিয়ানভি ডান্সার হিসেবে কোমাল চৌধুরী বেশ পরিচিত। স্টেজে তার নাচ দেখার জন্য মানুষের ভিড় জমে। তার নাচের প্রতিভা দিয়ে তিনি বহু মানুষের মন জয় করেছেন। ‘হরিয়ানভি ডিজে ঠুমকা’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৪ মাস আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে।