দুর্গার রূপে ছবি পোস্ট করলেন বাঙালি অভিনেত্রী কনীনিকা

সচরাচর অন্যান্য নায়িকাদের মতো সেজেগুজে ফটোশুট করিয়ে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেন না অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। সাধারণত তাঁর পোস্টে পরিবার ও বন্ধুরা বেশি প্রাধান্য পায়। কিন্তু সম্প্রতি সবাইকে অবাক করে দিয়ে মা দুর্গার সাজে কিছু ছবি পোস্ট করলেন কনীনিকা। তিনি নিজেও বলেছেন যে,অনেক দিন পরে এই সাজে তিনি নিজেকে দেখলেন। গোলাপি রঙের শাড়ি,ভারী গয়না,সিঁথিতে সিঁদুর,কপালে লাল টিপ ও হাতে লাল আলতার কারুকার্য তাঁকে অপরূপা করে তুলেছে। সম্প্রতি টেলিভিশনের মহালয়ার একটি দৃশ্যে ডান্স পারফরম্যান্স করেন কনীনিকা। সেই উপলক্ষ্যে তাঁর এই রূপ দেখতে পেলেন দর্শকরা।

কিছুদিন আগে অভিনেত্রী রচনা ব্যানার্জির জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল কনীনিকাকে। তার একটি ছবিও তিনি পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। এখন অভিনেতা-অভিনেত্রীদের কাছে সবচেয়ে বড় ভরসার জায়গা হলো ইন্সটাগ্রাম। ইন্সটাগ্রামে বিভিন্ন ছবি পোস্ট করে অচিরেই অনেকে উঠে আসছেন খবরের শিরোনামে।

 

View this post on Instagram

 

Onek din bade #Dashobhuja #dance #durga #sharodia

A post shared by Koneenica Banerjee (@koneenica_banerjee) on

তবে কনীনিকার ইন্সটাগ্রাম জুড়ে শুধুই পারিবারিক ফটো অথবা বন্ধুদের সাথে ফটো।কখনো কখনো হয়তো চোখে পড়ে যায় কোনো শুটের ছবি। কিন্তু এত কিছুর পরেও কনীনিকার জনপ্রিয়তা এতটুকুও ভাটা পড়েনি। পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা ক্যাম্পের অন্যতম মুখ কনীনিকা। সম্প্রতি তাঁদের প্রযোজিত ও পরিচালিত ফিল্ম ‘ব্যানার্জীদার বৌ’-এ কনীনিকার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে। কনীনিকার আত্মবিশ্বাস তাঁকে সম্পূর্ণ করেছে।