করোনার থাবাতে আক্রান্ত তিন বছরের শিশু, ভারতে আক্রান্তের সংখ্যা ৪১
করোনার থাবাতে আক্রান্ত তিন বছরের শিশু। কেরালার কোচিতে এক শিশুর শরীরে আজ করোনাভাইরাস মিলেছে। এই নিয়ে কেরালাতে ছয় জনের শরীরে এই ভাইরাস মিলল। শিশুটি তার বাবা মায়ের সাথে ইতালিতে বেড়াতে গিয়েছিলো। গত ৭ ই মার্চ তারা ফিরেছে। তাদের পুরো পরিবারকে কোয়ারেন্টিনে রাখার পর শিশুর দেহে ভাইরাস মিলেছে। ছয় জন আক্রান্তের মধ্যে থেকে কেরালার স্বাস্থ্য মন্ত্রী পাঁচ জনকে পজিটিভ বলেছেন। যাদের মধ্যে থেকে তিন জন ইতালি থেকে ঘুরে এসেছে। আর বাকি তিন জনের গন্ত্যব্যস্থল জানা যায়নি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের জেরে বেঙ্গালুরুতে কিন্ডারগার্টেন স্কুল বন্ধ রাখা হয়েছে বলে সূত্রের খবর।এছাড়া আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নোভেল করোনা ভাইরাসের জন্য আলীগড় , কেরালা , বিহার , মুর্শিদাবাদ ও দিল্লির শিক্ষাকেন্দ্রের পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ -এ দাঁড়িয়েছে। গোটা বিশ্বের প্রায় ১০৫ টি দেশ এই ভাইরাসের কবলে পড়েছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।চিনে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে আর ইতালিতে রবিবার একদিনে মৃত্যু হয়েছে ১৩৩ জনের।
আরও পড়ুন : ইতালিতে একদিনে মৃত্যু ১৩৩ জনের, মৃতের হারে দ্বিতীয় স্থান ইতালির
উল্লেখ্য বাংলাদেশ ও এই সংক্রমণের কবলে পড়েছে। এখনো পর্যন্ত ৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। বাংলাদেশে মার্চে মুজিববর্ষ অনুষ্ঠান ও বাতিল করা হয়েছে বলে সোমবার সূত্র মারফত জানা গেছে। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা ছিল।