কয়দিন আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক বৃদ্ধি করেছিল তাদের রেপো রেট। তারপর থেকেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করা শুরু করেছে। এবারে সেই তালিকায় নাম লেখালো ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংক। সম্প্রতি জানা গিয়েছে, এবার থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাদের গ্রাহকের স্থায়ী আমানতের উপরে অতিরিক্ত সুদের হার দিতে চলেছে।
কোটাক ব্যাংক সূত্রে খবর, এই অতিরিক্ত সুদের হার হতে চলেছে ৬.১ শতাংশ। বিগত ১ সেপ্টেম্বর থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে শুরু করেছে। এই মুহূর্তে সাত দিন থেকে দশ বছর পর্যন্ত স্থায়ী আমানতের সুবিধা দিয়ে আসছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তবে সমস্ত স্থায়ী আমানতের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। ১ সেপ্টেম্বর থেকে ৭ থেকে ১৪ দিনের আমানতের উপরে সুদের হার ২.৫ শতাংশ। ১৫ থেকে ৩০ দিনের আমানতের উপরে সুদের হার ২.৬৫ শতাংশ। ৩১ থেকে ৯০ দিনের মেয়ানতের উপরে সুদের হার ৩.২৫ শতাংশ।
৯১ থেকে ১৭৯ দিনের মেয়াদের আমানতের উপরে সুদের হার ৩.৭৫ শতাংশ। ১৮০ থেকে ৩৬৩ দিনের ফিক্সড ডিপোজিটে ৫ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাংক। অন্যদিকে, ৩৬৪ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে কোটাক৷ ৩৬৫ দিন থেকে ৩৮৯ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা এখন পাচ্ছেন ৫.৭৫ শতাংশ সুদ। এই মেয়াদের স্থায়ী আমানতের সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। এই নতুন হারে সুদ শুধুমাত্র ২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটের উপর প্রযোজ্য।
তবে, সবথেকে বেশি সুবিধা তারা পাচ্ছেন, যারা কিনা ২৩ মাস থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট চালাচ্ছেন। তারা কিন্তু তাদের ফিক্সড ডিপোজিটের উপরে ৬.১ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এই সুদের হার আগে ছিল ৫.৯ শতাংশ।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside