বিনোদন

মিথ্যা খুনের মামলায় ফাঁসলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, জানুন আসল ঘটনা

2020 সালের 5 ই মে একমাত্র পুত্রসন্তান কবীর(kabir)-এর জন্ম দিয়েছেন কোয়েল মল্লিক (koyel mullick)। কিন্তু তার পরেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েল ও তাঁর পরিবার। তবে সুস্থ ছিল কবীর। মাতৃত্বকালীন সময়ে কোয়েলের বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু কোয়েল অপ্রতিরোধ‍্য। তাই করোনামুক্ত হওয়ার পর থেকেই কোয়েল শেপে ফেরার জন্য ধীরে ধীরে এক্সারসাইজ শুরু করেন। প্রথমে যোগা দিয়ে নিজের শারীরিক ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে কোয়েল বাড়িতেই শুরু করেছিলেন এক্সারসাইজ। এরপর নিউ নর্মালে ফিরতেই কোয়েল শুরু করেছেন জিমে যাওয়া।

তবে কোয়েলকে শেপে ফিরতে সবচেয়ে বেশি সাহায্য করছে জুম্বা ডান্স। সম্প্রতি তিনি তাঁর জুম্বা ট্রেনারের সঙ্গে নিজের 1 মিনিট 58 সেকেন্ডের একটি জুম্বা ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন কোয়েল। ভিডিওতে কোয়েলকে একটি ইংলিশ গানের তালে জুম্বা করতে দেখা যাচ্ছে। তবে কোয়েল জুম্বা এনজয় করছেন এবং তা তাঁর মুখের অভিব‍্যক্তি দেখেই বোঝা যাচ্ছে। বহুদিন বাদে কোয়েলের এই চনমনে অবতার দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

8 ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কোয়েল ইন্সটাগ্রামে নিজের কয়েকটি ছবি শেয়ার করে বার্তা দিয়েছেন, তাঁর কাছে প্রত্যেক দিন নারীদিবস। ছবিতে কোয়েলের পরনে রয়েছে সবুজ রঙের এমব্রয়ডারি করা ঘাগরা। কোয়েলের এই কথাটি আক্ষরিক অর্থেই সত্যি। একজন নারী সমাজের বিভিন্ন ভূমিকা পালন করে সমাজকে ক্রমশ অগ্রগতির দিকে নিয়ে যান। নারীর ভূমিকা এই সংসারে প্রতিদিনের। কখনও কন্যারূপে, কখনও স্ত্রী রূপে, কখনও মা রূপে, কখনও বোন রূপে, কখনও বন্ধু রূপে। এই কারণে নারীদের জন্য প্রতিদিনই তাঁদের দিন।

এহেন কোয়েল এবার ফেঁসে গেছেন মিথ্যা খুনের মামলায়। প্রকৃতপক্ষে এটি কোয়েলের আপকামিং ফিল্ম ‘ফ্লাইওভার’-এর গল্প। পরিচালক অভিমন্যু মুখার্জি (Abhimanyu mukherjee) পরিচালিত থ্রিলার ফিল্ম ‘ফ্লাইওভার’-এ কোয়েল অভিনয় করছেন এক মহিলা সাংবাদিক ‘বিদিশা’র ভূমিকায়। রবি সাউ (Rabi shaw) এই ফিল্মে কোয়েলের সহকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav chakraborty) এবং সাধারণ চাকুরীজীবির ভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায় (Kaushik Roy)। এছাড়াও এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখার্জি (shantilal mukherjee)। ‘ফ্লাইওভার’-এর সিনেমাটোগ্রাফি করছেন সৌভিক বসু (soubhik basu) এবং সম্পাদনা করছেন রবিরঞ্জন মৈত্র (Rabiranjan maitra)। ‘ফ্লাইওভার’-এ উঠে এসেছে ট্র‍্যাফিক ভায়োলেন্সের মতো বিষয়। ফিল্মের পরতে পরতে রয়েছে রহস্য বলে জানিয়েছেন অভিমন্যু। আগামী 2 রা এপ্রিল পয়লা বৈশাখের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফ্লাইওভার’।

গত বছর দুর্গাপুজোর সময় কোয়েল অভিনীত থ্রিলার ফিল্ম ‘রক্তরহস্য’ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিনেই এই ফিল্মের শুটিং শেষ করেছিলেন কোয়েল। তবে করোনা অতিমারীর কারণে ‘রক্তরহস্য’ মুক্তি পেতে দেরি হয়েছিল। এই ফিল্মের নায়িকা স্বর্ণজার চরিত্রে কোয়েলের অভিনয় ছিল অনবদ্য। নিজের হারানো সন্তানকে এক মায়ের খুঁজে পাওয়ার কাহিনী নিয়ে তৈরী হয়েছিল ‘রক্তরহস্য’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Kelly Bryan Cause of Death – Luke Bryan Reveals What Happened to His Late Sister

Country music star Luke Bryan has publicly addressed the long-speculated cause of his sister Kelly…

October 29, 2025

Pierre Robert Cause of Death Revealed? What We Know So Far About the Radio Legend”

Philadelphia radio icon Pierre Robert, the longtime midday host of 93.3 WMMR, was found dead…

October 29, 2025

Who Is Luke Kwon? The Untold Story Behind YouTube’s Fastest-Rising Golf Star

Luke Kwon, currently ranked 2313th in the Official World Golf Ranking (OWGR), has emerged as…

October 29, 2025

Miranda Lambert’s Ranch Invitation Left Lainey Wilson Asleep for 13 Hours — What Happened Next

Country music star Miranda Lambert offered fellow artist Lainey Wilson a much-needed break at her…

October 29, 2025

Buzz Aldrin Mourns Wife’s Death — What Happened to Anca Faur?

Anca Faur, the wife of famed astronaut Buzz Aldrin, passed away peacefully on Tuesday evening,…

October 29, 2025

Pierre Robert Net Worth Not Publicly Known — Here’s What We Can Confirm

As tributes continue to pour in for legendary Philadelphia radio host Pierre Robert, questions have…

October 29, 2025