Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tiyasha Roy: কাঁচা বাদাম’ গানে স্টুডিও পাড়াতেই তুমুল নাচ জি বাংলার নতুন সঞ্চালিকা তিয়াসার, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, January 23, 2022 4:10 PM

কয়েকদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। গত তিনবছর ধরে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিয়াসা রায়। শ্যামার চরিত্রে ইতি টেনে একটা ছোট বিরতি নিয়ে পাহিড়ে ঘুরতে চলে গিয়েছিলেন অভিনেত্রী। ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের দৃশ্য তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। ধারাবাহিক শেষের পর নিজের অনুরাগীদের খুব শীঘ্রই পর্দায় নতুন রূপে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন। তার অনুরাগীরা সেই আশাতেই ছিলেন।

এবার নতুন রূপে জি বাংলার পর্দাতেই ফিরছেন তিয়াসা রায়। নিজের পেজ থেকে ফেসবুক লাইভে এসে সেকথা নিজেই জানিয়েছেন পর্দার শ্যামা। ২৬’শে জানুয়ারি থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো ‘রান্নাঘর’এর সঞ্চালিকা হিসেবেই দেখা যাবে তিয়াসাকে। তিনি নিজেই জানিয়েছেন, বিশেষ বিশেষ কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির থাকবেন জি বাংলার পর্দায়। নতুন রূপে ছোটপর্দায় ফিরে আসতে পেরে তার অনুরাগীদের পাশাপাশি তিনি নিজেও খুশি, তা তিনি তার হাবি ভাবেই বুঝিয়ে দিয়েছেন।

সম্প্রতি রান্নাঘরের এই নতুন সঞ্চালিকাকে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে ‘কাঁচা বাদাম’ গানে। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি ভীষণভাবে সক্রিয়। প্রায়ই একাধিক রিল ভিডিও বানিয়ে শেয়ার করতে থাকেন যার জেরে তিনি প্রায়ই ভাইরাল হন নেটিজেনদের মাঝে। সম্প্রতি আবারও বাদাম বাবুর গানে রিল ভিডিও বানিয়ে নেটিজেনদের মাঝে চর্চায় উঠে এলেন অভিনেত্রী।

সম্প্রতি এই রিল ভিডিওটি বানানোর সময় ছোটপর্দার নতুন সঞ্চালিকা নিয়ন সবুজ প্যান্ট, গোলাপি ও নীল স্ট্রাইপের ব্লাউজ পড়েছিলেন। প্রপার মেকাপ করেছিলেন তিনি। চুলে হস্টেল করা ছিল। প্রথম চোটে দেখলে শাড়ি বলে মনে হতে পারে অভিনেত্রীর এই পোশাককে। তবে পরে ভালভাবে দেখলে সেই ভুল ভাঙবে। গত বছরের শেষের সময় থেকেই এই বাদাম বাবুর গান তুমুল হিট করেছে সোশ্যাল মিডিয়ায়, যা এখনো ট্রেন্ডিংয়ে চলছে। অভিনেত্রী এই রিল ভিডিও স্টুডিও পাড়াতেই বানিয়েছেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে।