স্টিয়ারিং কাটা গাড়ি, গাছে ধাক্কা লাগিয়ে নিজের প্রাণের বিনিময়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন ড্রাইভার

কৃষ্ণনগর : প্রতিনিয়ত পথ দুর্ঘটনার খবর লেগেই আছে। বাস দুর্ঘটনায় প্রায় প্রাণ গেছে বহু মানুষের।এবারে আরো এক বাস দুর্ঘটনার সাক্ষী হল নদিয়া জেলা। আজ, শনিবার সকাল ৯ টা নাগাদ কৃষ্ণনগর…

Avatar

কৃষ্ণনগর : প্রতিনিয়ত পথ দুর্ঘটনার খবর লেগেই আছে। বাস দুর্ঘটনায় প্রায় প্রাণ গেছে বহু মানুষের।এবারে আরো এক বাস দুর্ঘটনার সাক্ষী হল নদিয়া জেলা।

আজ, শনিবার সকাল ৯ টা নাগাদ কৃষ্ণনগর আড়ংসরিষা গ্রামের কাছে বাস দুর্ঘটনাটি ঘটে। করিমপুর রাজসড়কের উপর দিয়ে কৃষ্ণনগর যাচ্ছিলো এই যাত্রী বোঝাই বাসটি। দেবরাজ ট্রাভেলস নামে এই বাসের স্টিয়ারিং কেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসের চালক, এবং যাত্রী বোঝাই গাড়িটি সরাসরি গাছে গিয়ে ধাক্কা মারে।এবং সাথে সাথে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটির পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছায়।

খবর সূত্রে জানা যায় যে বাস চালককে গুরুতর ভাবে আহত অবস্থায় বাঙালি হাসপাতালে ভর্তি করা হয়। এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে জানা যায় যে, বাস চালকটি হাসপাতালেই মারা গেছেন। আজ নিজের প্রাণের বিনিময়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন বাস চালক।

About Author