Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পোল ডান্স করে ভাইরাল হল অভিনেত্রী কৃতি খারবান্দা, দেখুন ভিডিও

এবারে পোল ডান্সে মাত দিলেন কৃতি খারবান্দা।ইনি মূলত কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রে বেশি কাজ করেছেন। হিন্দি মুভিতে জনপ্রিয়তা সেই অর্থে না পেলেও হাউজফুল ৪ এ দর্শকদের নজর কেড়েছেন তিনি। একজন…

Avatar

এবারে পোল ডান্সে মাত দিলেন কৃতি খারবান্দা।ইনি মূলত কন্নড় এবং তেলুগু চলচ্চিত্রে বেশি কাজ করেছেন। হিন্দি মুভিতে জনপ্রিয়তা সেই অর্থে না পেলেও হাউজফুল ৪ এ দর্শকদের নজর কেড়েছেন তিনি। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর তেলুগু চলচ্চিত্র বোনি (২০০৯)-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে পোল ড্যান্সে মালাইকা অরোরা, জ্যাকলিন ফার্নান্ডেজকে টক্কর দিলেন এই তেলেগু অভিনেত্রী। কালো রঙের শর্টস পরে একনাগাড়ে পাক খেয়ে চললেন অভিনেত্রী। কৃতির এমন ভিডিও দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। এক নাগাড়ে পোল ডান্স করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এই ভিডিও পোস্ট করার সাথে সাথে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনদের অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন কৃতি। দেখুন সেই ভিডিও।

এই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘চ্যালেঞ্জ এক্সেপ্টেড পুলকিত সম্রাট’। যদিও এখনও পর্যন্ত পুলকিত কোন রিপ্লাই দেননি।

‘সনম রে’ ছবি থেকে পুলকিত-ইয়ামির অনস্ক্রিন রোম্যান্স জমে উঠলেও কৃতি খারবান্দার সঙ্গে রিয়েল লাইফে চুটিয়ে প্রেম করছেন পুলকিত সম্রাট। বর্তমানে পুলকিত-কৃতি লিভ ইন সম্পর্কে রয়েছেন বলেও শোনা যায়। শিগগিরই তাঁরা বিয়ে করবেন বলেও আভাস দেন কৃতি।

About Author