Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rishton Ka Manjha: কর্ণ নয় অর্জুন হয়ে ফিরছে নতুন ধারাবাহিক ‘রিসতো কা মাঞ্জা’তে, প্রকাশ্যে এল প্রোমো

Updated :  Friday, July 30, 2021 2:15 PM

ক্রুশল আহুজা! ‘রানু পেল লটারি’ এই ধারাবাহিক দিয়ে টেলিভিশন জগতে পথ চলা শুরু। এই ধারাবাহিক শেষ হতেই ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে কর্ণের চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকের সুবাদে দর্শক মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন হ্যান্ডসাম ক্রুশল আহুজা। অভিনেতার কেরিয়ারগ্রাফ দেখার মতো। কি করে বলবো ধারাবাহিক আগামী মাসেই শেষ হতে চলেছে।

তবে এই ধারাবাহিকে কর্ণের পথচলা শেষ হলেও ক্রুশলের পথচলা শেষ হয়নি। কর্ণ-এর শেষ সফর আগামী ৩রা আগস্ট পর্যন্ত দেখানো হবে। এই শেষের আগেই শুরু হয়ে গেল ক্রুশলের নতুন সফরের টিজার। মাস খানেক আগেই সামনে এসেছিল শীঘ্রই জাতীয় টেলিভিশনে ডেবিউ করতে চলেছেন বাংলার বং ক্রাশ। জি টিভিতে তৈরী হতে চলেছে বাংলা ধারাবাহিকের হিন্দি সিক্যুয়েল। করোনা আর লকডাউনের জন্য শ্যুটিং বন্ধ হলেও ফের ছন্দে ফিরতে শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং। আর ধারাবাহিকের প্রথম প্রোমো সামলে এল।

Rishton Ka Manjha: কর্ণ নয় অর্জুন হয়ে ফিরছে নতুন ধারাবাহিক 'রিসতো কা মাঞ্জা'তে, প্রকাশ্যে এল প্রোমো

টলিগঞ্জেরই নামী প্রযোজক সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা থেকে এই ধারাবাহিক তৈরি করছে। হিন্দি ধারাবাহিক হলেও গোটা ধারাবাহিকের শ্যুটিং হবে কলকাতা শহরে। প্রথম প্রমোতে ধরা পড়ল কলকাতার দ্বিতীয় হুগলি সেতু, গঙ্গা। তার পরেই দেখা গেল অর্জুন ঝাঁপ দেওয়ার কথা ভাবছেম আর প্রথমবার মুখোমুখি হল দিয়ার। দিয়া সরাসরি না বলেলেও আব ভাবে সুইসাইড করতে বারণ করলো। তবে অর্জুন বলে ‘কখনও কখনও নিজের কাহিনির দ্য এন্ড নিজেকেই করতে হয়’। তখন প্রাণোচ্ছল দিয়া বলে, ‘যদি সেই শেষটা আনন্দের না হয়, তাহলে সেটা কাহিনির শেষ হতে পারে না’। এই কথা শুনে আচমকাই মন বদলায় অর্জুনের। গঙ্গার জলে নয়, বরং উলটো দিকে লাফিয়ে নেমে পড়ে সে। 

এই প্রমোই বুঝিয়ে দিল দুজনের সম্পর্কের বন্ধন বেশ জটি হতে চলেছে। তবে দুজনেই ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ অর্জুন আর দিয়া যখন মুখোমুখি হবে তখন কেমন হবে সেই সম্পর্ক?সেই গল্প বলবে আগামী ২৩ শে আগস্ট থেকে জি টিভির পর্দায় সোম থেকে শনিবার সন্ধ্যে সাত টার নতুন ধারাবাহিক ‘রিসতো কা মাঞ্জা’ বলবে। টিভির আসন্ন এই ধারাবাহিকে ক্রুশলের বিপরীতে অভিনয় করবে জনপ্রিয় অভিনেত্রী আঁচল গোস্বামী। হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ আঁচল। এর আগে ‘বেপনহা’, ‘রাধাকৃষ্ণ’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।