Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ullu-তে এসে গেল আরও একটি সাহসী ওয়েব সিরিজ, দেখলে ঘাম ছুটে যাবে আপনারও

Updated :  Friday, February 9, 2024 7:59 PM

জটিল সম্পর্ক, প্রেম অপ্রেম, পারদ বাড়ানো দৃশ্য ইত্যাদি ক্ষেত্রে উল্লু কখনই তার দর্শকদের হতাশ করে না। আবির্ভাবের পর থেকেই সাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। রোমান্স থেকে শুরু করে রোমাঞ্চ পর্যন্ত, উল্লুর প্রতিটি ঘরানার একটি বিশেষত্ব রয়েছে। এখনও নিজেদের এই ধারা বজায় রেখেছে এই ওয়েব সিরিজ প্রণেতারা। সম্প্রতি উল্লুর একটি ওয়েব সিরিজ সামাজিক মাধ্যমে বেশ ঝড় তুলেছে।

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন উল্লু প্ল্যাটফর্মের বোল্ড দৃশ্যের নতুন ওয়েবসিরিজটির নাম কী? তাহলে জানিয়ে রাখি, উল্লুর এই নতুন ওয়েব সিরিজটির নাম হল লাল লিহাফ পার্ট ২। এই সিরিজটির ডিরেক্টর হলেন বিখ্যাত জাসবির ভাটি।  আপনাদের কাছে একটাই পরামর্শ এই ওয়েব সিরিজটি ভুল করেও আপনার বয়স্ক বাবা-মা অথবা আপনার ছোট্ট সন্তানের সামনে ভুলেও কিন্তু খুলতে যাবেন না।

এই নতুন ওয়েব সিরিজটিতে বেশ কিছু খোলামেলা দৃশ্য দেখানো হয়েছে যা দেখলে আপনারও ঘাম ছুটে যেতে পারে। এখন অনেকেই আছেন যারা টিভি ছেড়ে ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন। কোনরকম রাখ ঢাক না রেখে OTT প্ল্যাটফর্মগুলিতে একদম ‘র’ জিনিসপত্রই দেখানো হয়। এদিকে ওয়েব সিরিজগুলোতে এই ‘র’ জিনিসপত্র দেখতে বেশ পছন্দও করছেন কিছু সংখ্যক দর্শক। এদিকে দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে একের পর এক ওটিটি প্ল্যাটফর্মগুলি নতুন নতুন সিরিজ এনে সকলকে চমকে দিচ্ছে।

উল্লু হল একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই বিশেষ প্ল্যাটফর্মটিতে বেশ যৌন সুরসুরি দেওয়া ওয়েব সিরিজ লঞ্চ করা হয়। যার মধ্যে এবার অন্যতম হল লাল লিহাফ পার্ট ২। অভিনয় করেছেন স্নেহা পাল, শালিনী সহায়, আলিশা শর্মা, সুরজ সোনি, মনীশ মিশ্র।