Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৫০০ টাকা কখন অ্যাকাউন্টে আসবে? মহিলাদের জন্য সরকার বড় ঘোষণা করেছে

Updated :  Thursday, September 11, 2025 7:58 PM
ladki bahin yojana

অবশেষে অপেক্ষার অবসান। মহারাষ্ট্র সরকারের জনপ্রিয় প্রকল্প ‘মুখ্যমন্ত্রী Ladki Bahin Yojana’-র আওতায় আগস্ট মাসের কিস্তি বিতরণ শুরু হয়েছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অদিতি তাতকারে জানিয়েছেন, টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে।

আগস্ট মাসের টাকা নিয়ে জল্পনার অবসান

সেপ্টেম্বর মাসের অর্ধেক পেরিয়ে গেলেও বহু মহিলার অ্যাকাউন্টে আগস্ট মাসের কিস্তি জমা হয়নি। এ নিয়ে নানা প্রশ্ন উঠছিল—প্রকল্পটি কি বন্ধ হয়ে গেল? তবে মঙ্গলবার মন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন, ১১ সেপ্টেম্বর থেকে কিস্তি বিতরণ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সমস্ত যোগ্য সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

নারী ক্ষমতায়নের হাতিয়ার

অদিতি তাতকারে বলেছেন, সরকারের এই উদ্যোগ মহারাষ্ট্রে নারী ক্ষমতায়নের এক বড় পদক্ষেপ। গ্রামীণ এবং পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। তিনি দাবি করেছেন, রাজ্যের মা ও বোনেরা সম্পূর্ণ আস্থা নিয়ে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

লাডকি বহিন যোজনা কী?

২০২৪ সালের জুলাই মাসে মহাযুতি সরকার প্রকল্পটি শুরু করে। এর আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়, তবে শর্ত হল সেই অ্যাকাউন্ট অবশ্যই আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিক সহায়তার মাধ্যমে মহিলাদের উন্নয়ন ও স্বনির্ভর করে তোলা।

কৃষকদের জন্য বাড়তি সুবিধা

যেসব মহিলা কৃষক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত, তারা এই যোজনার মাধ্যমে প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা পাচ্ছেন। অর্থাৎ তাঁদের মাসিক ভাতা দাঁড়াচ্ছে ২,০০০ টাকা।

গুজবের মাঝেই স্পষ্ট বার্তা

গত কয়েক সপ্তাহ ধরে সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিল যে এই প্রকল্প নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ১৪তম কিস্তি বিতরণের খবর সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছে। বরং সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, যোজনা চালু রয়েছে এবং নিয়মিত টাকা দেওয়া হচ্ছে।

পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন

সুবিধাভোগীরা চাইলে খুব সহজেই নিজেদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

  • প্রথমে মহারাষ্ট্র মহিলা ও শিশু উন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • সেখানে ‘মুখ্যমন্ত্রী Ladki Bahin Yojana’ বিভাগে ক্লিক করুন।

  • ‘পেমেন্ট স্ট্যাটাস চেক করুন’ অপশনে যান।

  • আপনার আধার নম্বর বা সুবিধাভোগী আইডি লিখে সাবমিট করুন।

  • সঙ্গে সঙ্গে স্ক্রিনে কিস্তির তথ্য চলে আসবে।

  • এছাড়াও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেও টাকা জমা হয়েছে কিনা জানা যাবে।

সামনে আরও কিস্তি

সরকার ইতিমধ্যেই ১৩টি কিস্তি বিতরণ করেছে, আর বর্তমানে ১৪তম কিস্তির টাকা যাচ্ছে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটির ধারাবাহিকতা মহিলাদের আর্থিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে।